টি-টোয়েন্টির চাপে

টি-টোয়েন্টি লিেগর চাপে মার খাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ। বিশেষত টেস্ট ক্রিকেট। বার্বেডোজে আইসিসি বার্ষিক সভায় বিষয়টি নিয়ে গভীর আলোচনা হয়। আইসিসি-র চিফ এক্সিকিউটিভ ডেভ রিচার্ডসন সতর্ক করে বলেছেন, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল-এর চাপে দ্বিপাক্ষিক সিরিজগুলোর অস্তিত্বই সঙ্কটে। অ্যাসেজ বা ভারত বনাম আইসিসি-র পূর্ণ সদস্য দেশের সিরিজ বাদে অন্য সিরিজ নিয়ে দর্শক উৎসাহই তৈরি হচ্ছে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৫ ০৪:২৪
Share:

টি-টোয়েন্টি লিেগর চাপে মার খাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ। বিশেষত টেস্ট ক্রিকেট। বার্বেডোজে আইসিসি বার্ষিক সভায় বিষয়টি নিয়ে গভীর আলোচনা হয়। আইসিসি-র চিফ এক্সিকিউটিভ ডেভ রিচার্ডসন সতর্ক করে বলেছেন, আইপিএল, বিগ ব্যাশ, সিপিএল-এর চাপে দ্বিপাক্ষিক সিরিজগুলোর অস্তিত্বই সঙ্কটে। অ্যাসেজ বা ভারত বনাম আইসিসি-র পূর্ণ সদস্য দেশের সিরিজ বাদে অন্য সিরিজ নিয়ে দর্শক উৎসাহই তৈরি হচ্ছে না। এই অবস্থায় ফিউচার ট্যুরস প্রোগ্রামকে আকর্ষণীয় করতে আরও বেশি ত্রিদেশীয় সিরিজ, টেস্ট ও এক দিনের ক্রিকেটে কোয়ালিফাইং লিগ চালু এবং বিপণনে জোর দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে আইসিসি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement