রায়না ও ধোনি। একসময়ে ধোনির অন্যতম প্রধান অস্ত্র ছিলেন রায়না। —ফাইল চিত্র।
মহেন্দ্র সিংহ ধোনি কি ব্যাট-প্যাড তুলে রাখবেন? আমজনতা এর বিন্দুবিসর্গ জানে না। সুরেশ রায়নাও তাই।
যদিও রায়নার সঙ্গে ধোনির সম্পর্ক খুবই ভাল। তিনিও ধোনির অবসর গ্রহণ নিয়ে অন্ধকারে। ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার সঙ্গে কথোপকথনের সময়ে ভারতের প্রাক্তন অধিনায়কের অবসর নিয়ে প্রশ্ন করা হয় রায়নাকে।
উত্তরে বাঁহাতি ব্যাটসম্যান বলেন, “এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা জিজ্ঞাসা করতে পারি না। দীর্ঘ দিন ধরে ধোনি খেলছে। নতুন নতুন সব শট খেলছে। ফিটনেসও ঠিকই আছে। নিশ্চয় অবসর নিয়ে ওর মধ্যে কিছু চিন্তাভাবনা রয়েছে।”
আরও পড়ুন: ছ’বারে বিশ্বকাপ জয়ের কথায় সন্দেশকে উদ্বুদ্ধ করেন সচিন
অর্থাৎ রায়না জানিয়ে দিলেন, ধোনির অবসর নিয়ে তাঁর কাছে কোনও খবর নেই। ক্রিকেটপ্রমীদের মতো তিনিও জানেন, আইপিএল খেলবেন ধোনি। তার পরে দেশের হয়ে খেলবেন কিনা তা জানা নেই রায়নারও। ধোনিকে নিয়ে জল্পনা অব্যাহতই।