ধোঁয়াশা: কেন চলে গেলেন রায়না, এখনও বিভ্রান্তি। ফাইল চিত্র
আইপিএল শুরুর সপ্তাহ তিনেক আগে মরুশহর থেকে দেশে ফিরে আসা সুরেশ রায়নাকে নিয়ে নাটক থামছেই না। চেন্নাই সুপার কিংসের তরফে আগে জানানো হয়েছিল, পুরো আইপিএলেই না খেলার সিদ্ধান্ত নিয়েছেন রায়না। এখন এই বাঁ-হাতি ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন, তিনি পরের দিকে আবার আইপিএল দলের সঙ্গে যোগ দিতে পারেন।
দুই ক্রিকেটার-সহ সিএসকের ১৩ সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পরের দিনই দুবাই থেকে দেশে ফিরে আসেন রায়না। সরকারি ভাবে বলা হয়েছিল, ব্যক্তিগত সমস্যা। সেই ফিরে আসার পিছনেও অবশ্য নানা কারণের কথা শোনা গিয়েছিল। এ বার রায়না জানিয়েছেন, এ বছরই তাঁকে আইপিএল খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
সিএসকের অন্যতম ম্যাচউইনার এই বাঁ-হাতি ব্যাটসম্যান একটি ওয়েবসাইটকে বলেছেন, ‘‘এখানে নিভৃতবাসে থাকার সময়ও আমি ট্রেনিং করে চলেছি। আপনারা কিন্তু আমাকে এই বছরই আবার সিএসকে শিবিরে দেখতে পারেন।’’
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ঘোষণা, ইস্টবেঙ্গলে এল নতুন লগ্নিকারী
এই ভাবে শিবির ছেড়ে চলে আসায় রায়নার আইপিএল ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। বিশেষ করে যখন উষ্মা প্রকাশ করেছিলেন স্বয়ং এন শ্রীনিবাসন। পরে অবশ্য তিনি মনোভাব নরম করেন। কিন্তু রায়না কি এ বছর আবার যোগ দিতে পারেন সিএসকের সঙ্গে? প্রশ্নের জবাবে সংবাদ সংস্থাকে শ্রীনিবাসন বলেছেন, ‘‘দেখুন, এ ব্যাপারে কিছু বলা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। আমরা একটা দলের মালিক। কিন্তু আমরা তো ক্রিকেটারদের কিনে নিইনি।’’ ভারতের প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট এও বলেন, ‘‘আমি ক্রিকেট দলের অধিনায়ক নই। আমি কখনও টিম ম্যানেজমেন্টকে বলিনি, একে খেলাও, ওকে নিলামে নাও। কেনই বা বলব? আমাদের দলে তো সর্বকালের সেরা অধিনায়ক আছে। সেখানে ক্রিকেট নিয়ে আমি কেন কথা বলব?’’
এই মুহূর্তে তা হলে রায়নার ভবিষ্যৎ কী? সিএসকের চিফ এগজিকিউটিভ অফিসার কাশী বিশ্বনাথন বলেছেন, ‘‘রায়না জানায়, এই মরসুমে আইপিএলে খেলবে না। ওর কিছু ব্যক্তিগত সমস্যা আছে। আমরা সব সময় দলের ক্রিকেটারদের পাশে থাকি। ও ফিট থাকলে, তৈরি থাকলে ফিরে আসতেই পারে।’’ কেন তিনি দেশে ফিরে এলেন এই ভাবে? রায়নার জবাব, ‘‘এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। পরিবারের কাছে আমাকে ফিরতে হতই। এমন একটা পারিবারিক ব্যাপার ছিল যা আমাকে তখনই সামলাতে হত।’’ তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া এই বাঁ-হাতি ব্যাটসম্যান এও বলেছেন, ‘‘সিএসকেও আমার কাছে একটা পরিবার। মাহি ভাই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ফিরে আসার সিদ্ধান্ত নেওয়াটা খুবই কঠিন ছিল।’’
রায়না এও জানিয়ে দিচ্ছেন, তার এবং সিএসকের মধ্যে কোনও সমস্যা নেই। বলেন, ‘‘কেউ বিশাল কোনও কারণ না থাকলে সাড়ে ১২ কোটি টাকা ছেড়ে দিয়ে চলে আসবে না। আমার সঙ্গে সিএসকে-র সম্পর্ক ঠিকই আছে। আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেও আমার বয়স এখনও বেশি হয়নি। আরও ৪-৫ বছর চেন্নাইয়ের সঙ্গে আইপিএল খেলতে চাই আমি।’’
রায়না সরে আসার পরে শ্রীনিবাসনের যে বিবৃতি ছড়িয়ে পড়েছিল, তাতে বোঝা যাচ্ছিল, রায়নার ব্যাপারটা মোটেও ভালভাবে নেননি সিএসকে কর্ণধার। যা নিয়ে রায়না বলেছেন, ‘‘উনি আমাকে ছোট ছেলের মতো দেখেন। আমি নিশ্চিত, ওঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছিল। তা ছাড়া বাবা তো ছেলেকে বকুনি দিতেই পারেন।’’
তাঁর সঙ্গে যে শ্রীনির কথা হয়েছে, তাও জানিয়েছেন রায়না। বলেছেন, ‘‘যখন ওই কথাগুলো বলেছিলেন, তখন আমার ফিরে আসার আসল কারণটা ওঁর জানা ছিল না। এখন জানেন। আমার সঙ্গে ওঁর কথাও হয়েছে। সিএসকে আর আমি— দু’পক্ষই চাই ব্যাপারটাকে ভুলে যেতে।’’ জৈব সুরক্ষা বলয় নিয়ে তিনি নাকি খুশি ছিলেন না? রায়নার ব্যাখ্যা, ‘‘একটাই চিন্তা ছিল। আমার কিছু হয়ে গেলে, পরিবারের কী হবে?’’