Sunil Gavaskar

প্রত্যাশার চাপেই সমস্যায় পড়ছেন গিল, মনে করেন গাওস্কর

কেকেআর-এর হয়ে এ মরসুমে ভাল খেলতে না পারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে জায়গা পেয়েছেন গিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৯ মে ২০২১ ১৬:৫৩
Share:

তরুণ ক্রিকেটারের পাশেই দাঁড়িয়েছে গাওস্কর। ছবি: পিটিআই

আইপিএল-এ শুভমন গিলের খারাপ খেলা নিয়ে মুখ খুললেন সুনীল গাওস্কর। এ মরসুমে কেকেআর-এর হয়ে একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি এই তরুণ ব্যাটসম্যান। তবে গিলের পাশেই দাঁড়াচ্ছেন গাওস্কর। প্রত্যাশার চাপ সামলাতে না পারায় সমস্যায় পড়তে হচ্ছে তরুণ ব্যাটসম্যানকে। এমনটাই মনে করেন তিনি।

Advertisement

গাভাস্কর বলেন, ‘‘অস্ট্রেলিয়া সফরের আগে ওর ওপর এত প্রত্যাশার চাপ ছিল না। তখন ও একজন উঠতি ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় ভাল খেলার পর ওর ওপর চাপ বাড়তে থাকে। সেই কারণেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে ও।’’

গিলকে শান্ত থাকার পরামর্শ দিয়ে গাওস্কর বলেন, ‘‘সবে ২১ বছর বয়স ওর। ওকে অনেক শান্ত থাকতে হবে। ব্যর্থতা আসবেই। সেখান থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। ওর ওপেন করা উচিত। স্বাধীন ভাবে স্বাভাবিক খেলা খেলতে হবে। প্রত্যেকটা বলে রান পেতে গিয়ে বারবার আউট হতে হয়েছে ওকে।’’

Advertisement

কেকেআর-এর হয়ে এ মরসুমে ভাল খেলতে না পারলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে জায়গা পেয়েছেন গিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement