সহবাগ হতে চেয়েছিলেন, ফাঁস করলেন গাওস্কর

টেস্টে দশ হাজার রানের প্রথম মালিক। তিনি, সুনীল গাওস্কর— কার মতো ব্যাট করতে চেয়েছিলেন? উত্তর চমকে ওঠার মতো— বীরেন্দ্র সহবাগ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৩৩
Share:

টেস্টে দশ হাজার রানের প্রথম মালিক। তিনি, সুনীল গাওস্কর— কার মতো ব্যাট করতে চেয়েছিলেন?

Advertisement

উত্তর চমকে ওঠার মতো— বীরেন্দ্র সহবাগ। বুধবার একটি অনুষ্ঠানে গাওস্কর বলেছেন, ‘‘আমি স্বপ্ন দেখতাম টেস্ট ম্যাচের প্রথম বলে সোজা বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারছি। জীবনে একবারই আমি সেটা করতে পেরেছিলাম। আর সহবাগ বলে বলে এ রকম ছক্কা মারত।’’ ব্যাটসম্যান বীরুকে বর্ণনা করতে গিয়ে গাওস্কর আরও বলেন, ‘‘দারুণ ব্যাটসম্যান ছিল সহবাগ। সেই সঙ্গে ছিল অসাধারণ মানসিক জোরও।’’

বিরাট কোহালির বর্তমান ভারতীয় দল তাঁর স্বপ্ন পূরণ করছে বলেও মন্তব্য করেন গাওস্কর। নিজের ক্রিকেট জীবনের সেরা মুহূর্ত হিসাবে গাওস্কর বেছে নিয়েছেন তিরাশির বিশ্বকাপ জয়কেই। খেলার সময় যাঁর সঙ্গে তাঁর সংঘাত ছিল শিরোনামে সেই কপিল দেব-কে ‘অতুলনীয় অধিনায়ক’ হিসাবে বর্ণনা করেন। ‘‘ভারতের উইকেটে দিনের পর দিন নিজেকে নিংড়ে দিয়ে বল করে গিয়েছে কপিল। ও পথ দেখিয়েছিল। এখন অনেকে ভাল পেসার এসেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement