চুনী গোস্বামী
সুনীলের সঙ্গে আমার তুলনা হয় না। কেন না আমি প্রকৃত স্ট্রাইকার ছিলাম না। প্রথমে অ্যাটাকিং মিডিও, তার পরে বল মেকার আর সব শেষে গোলগেটার। সুনীল বড় ফুটবলার। কিন্তু বেঙ্গালুরুতে ওর সঙ্গে চার জন বিদেশি ফুটবলারও খেলছে। সুনীলকে আমার জায়গায় পৌঁছতে হলে আগে একশো শতাংশ ভারতীয়দের নিয়ে সাফল্য পেতে হবে। তবে আমার বিশ্বাস সুনীল যদি ওর ঠিক এই ফর্মটা বাকি খেলোয়াড় জীবন ধরে রাখতে পারে, তা হলে এক দিন আমার জায়গায় চলে আসবে।
প্রদীপ বন্দ্যোপাধ্যায়
ভাইচুং যা বলেছে, সেটা ওর ব্যক্তিগত মত। ও তো আর বলরাম বা চুনীর কিংবা আমার খেলা দেখেনি। তবে সুনীলের প্রশংসা করতেই হবে। ভারতীয় ফুটবলকে এখন ও যে ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে নতুন প্রজন্ম নিশ্চয়ই উদ্বুদ্ধ হবে। বুধবারের ম্যাচটা দেখতে পারিনি। তবে যা শুনেছি, ওর গোলগুলো দুর্দান্ত ছিল।