সুনীল ছেত্রী টুইটার
সাফ কাপে নেপালের বিরুদ্ধে গোল করে আন্তর্জাতিক ফুটবলে মোট ৭৭ টি গোল হয়ে গেল সুনীল ছেত্রীর। ৭৭ টি গোল রয়েছে পেলেরও। তবে এখানেই থামতে নারাজ ভারতের অধিনায়ক।
অবসরের কথা এখনও চিন্তাই করেননি সুনীল। তিনি বলেন, ‘‘আমি সব সময় ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি। তবে সাফল্যের কোনও নকশা হয় না। প্রত্যেক দিন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আর সেটাই বরাবর করে এসেছি। পরিসংখ্যান নিয়ে খুব বেশি ভাবি না। যে কোনও কিছু অর্জন করতে পারলেই খুশি হই।’’
৩৭ বছর বয়স হয়ে গেলেও অবসর নিয়ে এখনই ভাবছেন না সুনীল। তিনি বলেন, ‘‘আমার কথা শুনে মনে হতে পারে আমি মিথ্যে বলছি। তবে সত্যি আমি এখনও কিছু ঠিক করিনি। রোজ সকালে অনুশীলনে যাই, নিজেকে তৈরি করি। এটা এখনও উপভোগ করছি। যে দিন আর উপভোগ করব না, সে দিন খেলা ছেড়ে দেব।’’
সাফ কাপে শুরুটা ভাল না হলেও এবারে এই প্রতিযোগিতা জিততে চান সুনীল। তিনি বলেন, ‘‘খেলতে নামলে জিততে চাই। সেই কারণে সাফ কাপেও আমি জিততে চাই।’’
ভাইচুং ভুটিয়া, রেনেডি সিংহদের মতো ফুটবলারদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে অনেক কিছু শিখেছেন, জানালেন ভারতের অধিনায়ক। তিনি বলেন, ‘‘আমি এমন কিছু ফুটবলারের সঙ্গে খেলেছি যাদের নাম আলাদা করে বলার প্রয়োজন নেই। যাঁদের কোচিংয়ে খেলেছি তাঁদের কাছ থেকেও শিখেছি। এগুলোই আমাকে আরও এগোতে সাহায্য করবে।’’