গোলাপি জার্সিতে নিগ্রহ কাণ্ডের প্রতিবাদ সুনীলদের

বেঙ্গালুরুর নিগ্রহ কাণ্ডের বিরুদ্ধে এ বার মাঠে নেমে প্রতিবাদ জানালেন সুনীল ছেত্রীরা।শনিবার আই লিগের প্রথম ম্যাচে শিলং লাজংয়ের বিরুদ্ধে সুনীলদের বেঙ্গালুরু এফসি-র লড়াই ছিল। তবে হোম ম্যাচে নির্ধারিত নীল জার্সি নয়, বেঙ্গালুরুর ফুটবলাররা মাঠে নেমেছিলেন গোলাপি জার্সিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৭ ০৩:২৩
Share:

গোলের পর উৎসব উদান্ত সিংহদের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে। ছবি: টুইটার।

বেঙ্গালুরুর নিগ্রহ কাণ্ডের বিরুদ্ধে এ বার মাঠে নেমে প্রতিবাদ জানালেন সুনীল ছেত্রীরা।

Advertisement

শনিবার আই লিগের প্রথম ম্যাচে শিলং লাজংয়ের বিরুদ্ধে সুনীলদের বেঙ্গালুরু এফসি-র লড়াই ছিল। তবে হোম ম্যাচে নির্ধারিত নীল জার্সি নয়, বেঙ্গালুরুর ফুটবলাররা মাঠে নেমেছিলেন গোলাপি জার্সিতে। সপ্তাহখানেক আগে নতুন বছরের উৎসবে বেঙ্গালুরুর রাস্তায় গণ-নিগৃহিত হন মেয়েরা। তোলপাড় পড়ে যায় গোটা দেশে। সেই ঘটনার প্রতিবাদ জানাতেই সুনীলদের এই অভিনব প্রচেষ্টা। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও করেন ফুটবলাররা।

মাঠের বাইরের ঘটনায় প্রতিবাদের পাশাপাশি মাঠে আই লিগের শুরুটাও বেশ ভাল ভাবেই করল গত বারের চ্যাম্পিয়নরা। কোচ বদলে গিয়েছে। বদলেছে দলের বেশ কিছু ফুটবলারও। তবু মেজাজে দেখা গেল বেঙ্গালুরুকে। গত বার আই লিগ শেষ যেখানে শেষ করেছিলেন সুনীলরা, সেখান থেকেই যেন এ বারও শুরু করলেন তাঁরা। একেবারে চ্যাম্পিয়নের ঢঙে শিলং লাজংকে ৩-০ হারিয়ে। উদান্ত সিংহের জোড়া আর সেনা রালতের গোলে জয় ছিনিয়ে নেয় অ্যালবার্ট রোকার টিম। বিরতির আগেই উদান্ত বেঙ্গালুরুকে এগিয়ে দিয়েছিলেন। বাকি গোল দুটি হয় দ্বিতীয়ার্ধে।

Advertisement

রবিবারে আই লিগ

মোহনবাগান : চার্চিল ব্রাদার্স (বারাসত, ৭-০০)

মুম্বই এফসি : ডিএসকে শিভাজিয়ান্স, চেন্নাই সিটি এফসি : মিনার্ভা পঞ্জাব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement