আপোষের রাস্তায় সুভাষ ভৌমিক। —ফাইল চিত্র।
কলকাতা লিগে আল আমনাকে কম ব্যবহার করবেন, এই ঘোষণা করেও শেষ পর্যন্ত আপোষের রাস্তায় হেঁটেছেন সুভাষ ভৌমিক। কর্তা ও সমর্থকদের চাপে।
এ বার ইস্টবেঙ্গলে বিদেশি কোচ এলেও তাঁর কোনও অসুবিধা হবে না, প্রকাশ্যেই জানিয়ে দিলেন ইস্টবেঙ্গলের টেকনিক্যাল ডিরেক্টর সুভাষ। আজ, বৃহস্পতিবার কলকাতা প্রিমিয়ার লিগে ফের মনোরঞ্জন ভট্টাচার্যের দল টালিগঞ্জ অগ্রগামীর মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। মরসুমের প্রথম ম্যাচেই সুভাষ মুখোমুখি হয়েছিলেন লাল-হলুদের ঘরের ছেলে মনোরঞ্জনের। সেই খেলাটি ১-১ অবস্থায় বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। ওই ম্যাচের রিপ্লে খেলতে নামার আগের দিন অনুশীলনে তিন বারের আই লিগ জয়ী কোচ নিজের অবস্থান নিয়েই বেশি সময় ব্যয় করলেন। বলে দিলেন, ‘‘আড়াই মাস আগেই আমি জানতাম বিদেশি কোচ আসবে। কর্তারা আমার সঙ্গে কথা বলেই এগিয়েছেন। কোচ হয়ে যিনিই আসুন আমার কোনও সমস্যা নেই। তিনি যদি পরমর্শ চান দেব। না চাইলে দেব না। কিছু শেখার থাকলে শিখব।’’ এই মুহূর্তে চার ম্যাচে দশ পয়েন্ট ইস্টবেঙ্গলের।
ইস্টবেঙ্গল একজন স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনিসকে আনার চেষ্টা করছে। ক্লাব কর্তারা তা ঘোষণাও করে দিয়েছেন। বিদেশি কোচ এলে টেকনিক্যাল ডিরেক্টর হিসাবে তিনি থাকবেন কি না বলতে চাননি সুভাষ। বলে দিয়েছেন, ‘‘ইস্টবেঙ্গলের সঙ্গে আমার চুক্তি আছে। কর্তারা যা বলবেন সেটাই হবে। আমি এখন আর আগের সুভাষ নই। আমি নিজেকে বদলে নিয়েছি।’’ কিন্তু তিনি যে আদৌ বদলাননি সেটা অবশ্য বেরিয়ে এসেছে কিছুক্ষণ পরই। ইস্টবেঙ্গল নাইজিরিয়ার স্ট্রাইকার গাম্বো মহম্মদকে আনার চেষ্টা করছিল। সুভাষ বলেছেন, ‘‘গাম্বোর যে খেলার সিডি দেখেছি, সেটা অনেক আগের। গত দু’তিন বছরের কোথায় খেলেছে, দেখিনি। সেটা ক্লাবকে জানিয়েও দিয়েছি। এ বার ক্লাব যা করার করবে। আমিও কয়েকজন বিদেশির কথা বলেছি।’’ রাতেই অবশ্য ইস্টবেঙ্গলের তরফে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল, ভিসা সমস্যায় নাইজিরীয় স্ট্রাইকার আসছেন না।
রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টা রিকার স্টপার জনি আকোস্তা অনুশীলন করলেও তার ছাড়পত্র এখনও আসেনি। ফলে আল আমনা আর কাশিম আইদারা, এই দুই বিদেশি নিয়েই আজ নামছে ইস্টবেঙ্গল। দলে নেই জনি। শুরু থেকেই আল আমনাকে নামানোটা যে সুভাষ পছন্দ করছেন না সেটা এ দিনও গোপন করেননি। বলে দিয়েছেন, ‘‘ও পরিশ্রান্ত হবে ভেবেই আমি কলকাতা লিগে কম খেলানোর কথা বলেছিলাম। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে ওকে শেষ পর্যন্ত নামাতে হচ্ছে। ইস্টবেঙ্গল তো সমর্থকদের ক্লাব। তাদের দাবি সবার আগে প্রাধান্য দিতে হবে।’’
বৃহস্পতিবার কলকাতা প্রিমিয়ার লিগ
ইস্টবেঙ্গল বনাম টালিগঞ্জ অগ্রগামী (ইস্টবেঙ্গল, ৪-৩০)। সাধনা নিউজে।