সুভাষ ভৌমিক। ছবি: সংগৃহীত
ফের এক বার কোচিংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন সুভাষ ভৌমিক। চার বছর ময়দান থেকে দূরে সরে থাকার পর, আবার কোচ হিসেবে কামব্যাক করলেন আশিয়ান জয়ী কোচ। মঙ্গলবার প্রিমিয়ার ডিভিশনের দল টালিগঞ্জ অগ্রগামীর কোচ হিসেবে নিযুক্ত হলেন ময়দানের ভোম্বলদা।
আরও পড়ুন: কিট নিয়ে সমস্যায় বিরাটরা
আরও পড়ুন: বাংলাদেশের স্পিন পরামর্শক হলেন সুনীল জোশী
এ দিন কোচিংয়ের দায়িত্ব নিয়ে কলকাতা ফুটবলে বহু ইতিহাসের সাক্ষী থাকা সুভাষ বলেন, “কাল থেকে মাঠে যাব। ফুটবলারদের সঙ্গে দেখা করব। তার পর ধীরে ধীরে নিজের পরিকল্পনা ঠিক করব।”
তবে, চার বছর পর সুভাষ কোচিংয়ে ফিরলেও তিনি যে এখনও আগের মতই চাঁচাছোলা, তা আরও এক বার বুঝিয়ে দিলেন নিজের কথার মাধ্যমে। তিনি বলেন, “আমি কোনও ম্যাজিক জানি না। চেষ্টা করব দলটাকে ভাল জায়গায় নিয়ে যেতে। তবে, সুভাষ ভৌমিক হারার জন্য মাঠে নামে না!”
এক দিকে সুব্রত ভট্টাচার্য, অন্য দিকে সুভাষ ভৌমিক, বহু বছর পর ময়দান যে গমগম করবে তা আর বলার অপেক্ষা রাখে না।