চার পদক দুর্গাপুরের কৌস্তভের

‘এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে’ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ৯৩ কেজি বিভাগে তিনটি রুপো এবং একটি ব্রোঞ্জ পেলেন কৌস্তভ ঘোষ। দুর্গাপুরের বাসিন্দা তথা বিশ্বভারতীর শারীরশিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের এই পড়ুয়ার সাফল্যে খুশির জোয়ার শান্তিনিকেতনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শান্তিনিকেতন ও দুর্গাপুর শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৬:৩৭
Share:

জয়ের পরে কৌস্তভ ঘোষ। — ফাইল চিত্র

‘এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে’ ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে ৯৩ কেজি বিভাগে তিনটি রুপো এবং একটি ব্রোঞ্জ পেলেন কৌস্তভ ঘোষ। দুর্গাপুরের বাসিন্দা তথা বিশ্বভারতীর শারীরশিক্ষা বিভাগের তৃতীয় বর্ষের এই পড়ুয়ার সাফল্যে খুশির জোয়ার শান্তিনিকেতনে।

Advertisement

চলতি মাসের ৭ জুন থেকে ১২ জুন পর্যন্ত রাজস্থানের উদয়পুরে চলে ওই প্রতিযোগিতা। ভারোত্তোলনের ৯৩ কেজি বিভাগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন কৌস্তভ। সেখানেই দ্বিতীয় হয়ে রুপো জেতেন তিনি। ১৯টি দেশের মধ্যে চলা ওই প্রতিযোগিতায় ফিলিপিন্স প্রথম এবং ইরান তৃতীয় স্থান পেয়েছে।

কৌস্তভের শিক্ষক তথা বিশ্বভারতীর অধ্যাপক অভিজিৎ থান্ডারের কথায়, “ভারোত্তোলনের একক প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে রুপো এবং সব ক’টা ইভেন্ট মিলে ব্রোঞ্জ খুবই গর্বের। ছাত্রের সাফল্যে ভাল লাগছে।” এ যাবৎ ভারতের হয়ে কোনও আন্তর্জাতিক মঞ্চে বিশ্বভারতীর কোনও পড়ুয়া যোগ দিয়ে পদক জিতেছেন কি না মনে করতে পারছেন না প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শ্রীনিকেতনের অধিকর্তা তথা বিনয় ভবনের অধ্যক্ষা অধ্যাপিকা সবুজকলি সেন ও শারীরশিক্ষা বিভাগের প্রধান অধ্যাপক সমীরণ মণ্ডল বলেন, “এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ৯৩ কেজি বিভাগে বিশ্বভারতীর ছাত্র দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে এটা খুবই সম্মানের। শুধু ওই বিভাগে নয়, গেমস-এর কোনও আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করা বিশ্বভারতীর ক্ষেত্রেও প্রথম।” বিশ্বভারতীর অস্থায়ী উপাচার্য স্বপন দত্তের প্রতিক্রিয়া, “সহপাঠী এবং আগামী দিনে আসা পড়ুয়াদের জন্য কৌস্তুভের সাফল্য দৃষ্টান্ত হয়ে থাকবে।” এই সাফল্যকে অভিনন্দন জানান দুর্গাপুর মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাপস সরকার।

Advertisement

দুর্গাপুরের রঘুনাথপুর-মধুপল্লির বাসিন্দা কৌস্তভ জানান, ২০১৪ সালে ফেডারেশন কাপ-এ ৯৩ কেজি বিভাগে দ্বিতীয় হওয়ার পর ২০১৫ সালে কোচবিহারে স্টেট চ্যাম্পিয়ন হন। তারপরেই জামশেদপুর রতন টাটা স্পোর্টস কমপ্লেক্সে সিলেকশন ট্রায়াল-এর জন্য ডাক পাওয়া। সেখানে ভারোত্তোলনের ৯৩ কেজি বিভাগে প্রথম স্থান পাওয়া। তারপরেই ষষ্ঠ কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের ভারোত্তোলনের ৯৩ কেজি বিভাগে ভারতীয় দলে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে।

উদয়পুর থেকে ফোনে কৌস্তভ বলেন, ‘‘আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়ে উৎসাহিত বোধ করছি। তবে আড়াই কেজির জন্য প্রথম স্থান হাতছাড়া হয়েছে।’’ আগামী দিনে সেই সাফল্যের জন্যে ঝাঁপাব, প্রত্যয়ী গলায় বলছেন রুপোজয়ী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement