টি-টোয়েন্টি বিশ্বকাপের উৎসবে যখন মাতোয়ারা শহর, তখন কলকাতার অন্যতম সেরা ল্যান্ডমার্ক হাওড়া ব্রিজও বিশ্বকাপের রঙে সেজে উঠছে। বিশ্বকাপ চলাকালীন রোজ সন্ধ্যায় টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম রং ম্যাজেন্টা ও নীল আলোয় সেজে উঠছে হাওড়া ব্রিজ।
টিকিট অনলাইনে
ভারত-পাক ম্যাচের কোনও টিকিটই কাউন্টার থেকে জনসাধারণের জন্য বিক্রি করা হবে না। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই এই কথা জানিয়ে দিলেন। তিনি বলেন, ‘‘অনলাইনে যে হাজার দশ টিকিট দেওয়া হবে। তার বাইরে আর কিছু দেওয়া হবে না।’’ নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। সিএবি সদস্যদের ও অনুমোদিত ক্লাব, সংস্থাগুলিকে বুধ ও বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে টিকিট দেওয়া হবে।
মালিঙ্গা শহরে
বাঁ-হাঁটুতে চোট থাকায় আগে টিমের সঙ্গে আসতে পারেননি তিনি। তবে সোমবার সন্ধ্যায় শহরে এসে পৌঁছলেন লাসিথ মালিঙ্গা। এই চোটেই বিশ্বকাপের আগে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার তারকা বোলার জানিয়েছেন, তাঁর চোটকে বলে ‘হাড়ের কালশিটে’। মালিঙ্গার কথায়, ‘‘এই ধরনের চোটে অস্ত্রোপচার বা অন্য কোনও চিকিৎসা হয় না। এক মাত্র চিকিৎসা বিশ্রাম। কিছু ইনজেকশনও নিচ্ছি। আগামী ক’দিন টিমের সঙ্গে প্র্যাকটিস করব। যদি দেখি হাঁটুতে ব্যথা হচ্ছে না, তবে প্রথম ম্যাচ অবশ্যই খেলব। কিন্তু ব্যথা থাকলে নির্বাচকরা যা সিদ্ধান্ত নেবেন, তাই হবে।’’