কোহলিকে স্টিভ

ধোনির মতো চামড়া মোটা করো

আবেগকে নিয়ন্ত্রণে রাখতে আর নেতা হিসেবে আরও পরিণত হতে মহেন্দ্র সিংহ ধোনির পথে চলো। বিরাট কোহলিকে এমনই পরামর্শ দিলেন স্টিভ ওয়। গত ডিসেম্বরে ভারতের টেস্ট ক্যাপ্টেনের দায়িত্ব নেওয়া কোহলির এখনও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক।

Advertisement

সংবাদ সংস্থা

সাংহাই শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৫ ০৩:০৪
Share:

শুধু সাক্ষী না। আইপিএলে ধোনির সঙ্গে থাকছে পরিবারে নবাগত সদস্যও। চেন্নাইয়ে বুধবার। ছবি: পিটিআই

আবেগকে নিয়ন্ত্রণে রাখতে আর নেতা হিসেবে আরও পরিণত হতে মহেন্দ্র সিংহ ধোনির পথে চলো। বিরাট কোহলিকে এমনই পরামর্শ দিলেন স্টিভ ওয়। গত ডিসেম্বরে ভারতের টেস্ট ক্যাপ্টেনের দায়িত্ব নেওয়া কোহলির এখনও অনেক কিছু শেখার আছে বলে মনে করেন প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক। তিনি বলেছেন, ‘‘কোহলিকে পরিণত হতে হবে। বিশ্বকাপে ওর কয়েকটা সমস্যা ছিল। কয়েকটা ক্ষেত্রে ও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছে আর ব্যক্তিগত ভাবে নিয়ে নিচ্ছে। ক্যাপ্টেন হিসেবে চামড়াটা মোটা করতে হয়। যেটা ধোনির আছে। তাই ধোনি ওর জন্য ভাল রোল মডেল। বাইরের কথা ধোনির মধ্যে প্রভাব ফেলে না।’’ এ দিনই সাংহাইয়ে সচিন তেন্ডুলকরকে লরিয়স স্পোর্টস অ্যাকাডেমির নতুন সদস্য পদ দেওয়া হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement