জুটি: ধোনির সঙ্গে দেখা করে পরামর্শ নিলেন বাংলার শ্রীবৎস। ছবি: টুইটার।
অবশেষে অবসান ন’বছরের দীর্ঘ প্রতীক্ষার!
আর সেই বহু প্রতীক্ষিত সাক্ষাৎকার শেষে ঝাড়খণ্ড অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির থেকে অমূল্য পরামর্শ পেলেন বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান শ্রীবৎস গোস্বামী।
বিজয় হজারে ট্রফিতে এ দিন বাংলা-ঝাড়খণ্ড ম্যাচ ভেস্তে যাওয়ায় বিশ্বকাপ জয়ী প্রাক্তন ভারত অধিনায়কের কাছে জুনিয়র বিশ্বকাপ জয়ী শ্রীবৎস জানতে চেয়েছিলেন খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসার দাওয়াই।
জবাবে ‘ক্যাপ্টেন কুল’ পাল্টা প্রশ্ন করে বসেন শ্রীবৎসকে, ‘‘ফর্মকে কে দেখেছে? কেউ দেখেনি। ফর্মে ফেরার অর্থ একটাই। ব্যাট করার সময় তিন চারটে সঠিক স্কোরিং শট। তা হলেই ফিরে আসে আত্মবিশ্বাস। ব্যাট করা যায় সেরা ছন্দে।’’
ধোনিকে হাতের সামনে পেয়ে সর্বোচ্চ স্তরের ক্রিকেটে প্রস্তুতি কেমন হবে সেটাও জানতে চেয়েছিলেন বাংলার এই ক্রিকেটার। যে প্রসঙ্গে ধোনি বলে দেন, ‘‘ক্রিজে গিয়ে যত কঠিন পরিস্থিতিই হোক না কেন আগে গভীর শ্বাস নাও। টেনশন কমবে।’’ সঙ্গে এটাও বলেন, ‘‘যত বেশি সময় পারা যায় ক্রিজে টিকে থাকতে হবে। সব বল খেলতে হবে এমন নয়। সিঙ্গলস নিয়ে অন্য প্রান্তে গিয়ে পরিস্থিতি বুঝে নেওয়া দরকার প্রথমে। তার পর ১৫-২০ বল খেলার মাঝেই প্রস্তুতিটা ঠিক নেওয়া হয়ে যায়।’’
নয়াদিল্লি থেকে ফোনে শ্রীবৎস এ দিন বলছিলেন, ‘‘ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় ফুটবল খেলছিলাম। হঠাৎ দেখলাম মাহি ভাই বসে আছেন কাছেই। ঝাড়খণ্ড টিমের সকলকেই চিনি। তাই সাহস করে বিপক্ষ কোচকে বলতে তিনিই ব্যবস্থা করে দেন সাক্ষাৎকারের।’’
ধোনির থেকে পরামর্শ পেয়ে কী প্রতিক্রিয়া শ্রীবৎসের? বাংলার এই ক্রিকেটার বলছেন, ‘‘ধোনি ভাইয়ের সঙ্গে এর আগে মুখোমুখি কথা হয়নি। এক বার বলতেই মিনিট কুড়ি সময় দিয়েছিলেন। ছাত্র হিসেবেই সব পরামর্শ মন দিয়ে শুনলাম।’’
শনিবার ধোনির টিমের বিরুদ্ধে এই পরামর্শ বাংলার কাজে লাগে কি না এখন সেটাই দেখার।