অনুশীলনের ফাঁকে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। ছবি: সংগৃহীত।
টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশ করার পর, এক দিনের সিরিজ জয়ের লক্ষ্যে রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামছে টিম ইন্ডিয়া। প্রথম দু’টি ম্যাচ জিতে রবিবার পাল্লেকেলেতে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচটি খেলতে নামছে বিরাট কোহালি অ্যান্ড কোম্পানি। থাকছে ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পোরার হাতছানি। ভারতীয় দল সূত্রে খবর, এ দিনের ম্যাচে বিশেষ কোনও পরিবর্তনের পরিকল্পনা নেই ভারতের।
আরও পড়ুন: নকআউট ম্যাকগ্রেগর, সুপারফাইট জিতে রিং-কে বিদায় জানালেন মেওয়েদার
আরও পড়ুন: অভিজ্ঞতা বড় অস্ত্র হবে আমাদের
অন্য দিকে, প্রথম ম্যাচে লজ্জাজনক ভাবে টিম ইন্ডিয়ার কাছে হারতে হলেও দ্বিতীয় ম্যাচে প্রায় জেতার জায়গায় পৌছে গিয়েছিল তরুণ শ্রীলঙ্কান দল। কিন্তু স্রেফ অভিজ্ঞতার অভাবে জেতা ম্যাচ মাঠে ফেলে আসেন আকিলা ধনঞ্জয়, উপুল থরঙ্গারা। তবে মরণ বাঁচন ম্যাচে নামার আগে শ্রীলঙ্কার অন্দরমহল বেশ অগোছালো। ওভার রেট নিয়ে শাস্তি পাওয়ায় রবিবার শ্রীলঙ্কা পাচ্ছে না অধিনায়ক উপুল থরাঙ্গাকে। থরঙ্গার পরিবর্তে শ্রীলঙ্কার অধিনায়কত্ব করবেন চামারা কাপুগেদেরা। ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসার সম্ভবনা প্রবল। গুণতিলকের চোট থাকার কারণে শ্র্রীলঙ্কার হয়ে রবিবার ওপেন করতে পারেন লাহিরু থিরিমানে। লাহিরুর জায়গায় ব্যাট করতে নামার কথা দীনেশ চান্ডিমলের।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কান টিম। কিন্তু ব্যাটিং ব্যর্থতা যেন বারবার তাড়া করে বেড়াচ্ছে শ্রীলঙ্কা। ইনিংসের শুরুতেই দুই উইকেট হারায় শ্রীলঙ্কা। ২০ ওভারে শ্রীলঙ্কা ৭৯/২।