Sreesanth

আট বছর পর প্রত্যাবর্তন করে অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিলেন শ্রীসন্থ

সৈয়দ মুস্তাক আলি ট্রফির আগে নিজের টুইটারে ফ্যানদের বার্তা দিলেন কেরলের পেসার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২১ ১৫:৩৯
Share:

মাঠে ফিরছেন শ্রীসন্থ। ছবি: সোশ্যাল মিডিয়া

স্পট ফিক্সিংয়ের কালো অধ্যায় পেরিয়ে দীর্ঘ আট বছর পর ক্রিকেটে প্রত্যাবর্তন করতে চলেছেন শ্রীসন্থ। আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে কেরলের হয়ে খেলতে দেখা যাবে এই ফাস্ট বোলারকে। সোমবার তাদের ম্যাচ পুদুচেরির বিরুদ্ধে।

Advertisement

সৈয়দ মুস্তাক আলি ট্রফির আগে নিজের টুইটারে ফ্যানদের বার্তা দিলেন কেরলের পেসার। কঠিন সময়ে পাশে থাকা সকল অনুরাগীকে ধন্যবাদ জানিয়ে শ্রীসন্থ লিখেছেন, ‘‘সবসময়ই নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার দিকেই এগিয়ে যাওয়া উচিত। সম্ভাবনা কম থাকলেও পিছিয়ে আসা উচিত নয়। ঈশ্বরকে ধন্যবাদ। এর পাশাপাশি ধন্যবাদ সকলকে এতগুলো বছর আমার পাশে থাকার জন্য।’’

আট বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেও এখনও সেই আগ্রাসী মেজাজেই আছেন শ্রীসন্থ। প্রস্তুতি ম্যাচেই তার প্রমাণ মিলেছে। এখনও বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাওয়ার স্বপ্ন দেখেন ৩৭ বছর বয়সী এই পেসার।

Advertisement

আরও পড়ুন: সিডনিতে অভিষেক ম্যাচে নেমেই উইকেট নবদীপ সাইনির

আরও পড়ুন: পন্থের সুযোগ নষ্টের প্রদর্শনী, বৃষ্টিবিঘ্নিত সিডনিতে প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement