রঞ্জিতে খেলা নিয়ে থাকছে অনেক প্রশ্ন

এ দিন সিএবি-তে বৈঠক শেষে ডিন্ডা বলেন, ‘‘রঞ্জি ট্রফি এখনও অনেক দেরী। ৯ নভেম্বর থেকে টি-টোয়েন্টি শুরু। আমি চাইব বাংলা চ্যাম্পিয়ন হয়ে ফিরুক। তবে ডিন্ডা রঞ্জিতে খেলবে কি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ০৩:০৮
Share:

দ্বিধাগ্রস্ত: সোমবার বিকেলে সিএবিতে ডিন্ডা। নিজস্ব চিত্র

টি-টোয়েন্টি দল থেকে বাদ যাওয়ার পরে অশোক ডিন্ডা জানিয়ে দিয়েছিলেন, বাংলার জার্সিতে তাঁকে আর দেখা যাবে না। তিনি রঞ্জি ট্রফিতে বাংলার প্রতিনিধিত্ব করবেন কি না তা নিয়েও ধোঁয়াশা রয়ে গিয়েছে। সোমবার সিএবি-তে অভিজ্ঞ পেসারের সঙ্গে দীর্ঘ ৫০ মিনিটের বৈঠক করেন সচিব অভিষেক ডালমিয়া। তবুও পরিষ্কার হল না, বাংলার জার্সিতে রঞ্জিতে তাঁকে দেখা যাবে কি না।

Advertisement

এ দিন সিএবি-তে বৈঠক শেষে ডিন্ডা বলেন, ‘‘রঞ্জি ট্রফি এখনও অনেক দেরী। ৯ নভেম্বর থেকে টি-টোয়েন্টি শুরু। আমি চাইব বাংলা চ্যাম্পিয়ন হয়ে ফিরুক। তবে ডিন্ডা রঞ্জিতে খেলবে কি না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’

অভিষেকের কাছে ডিন্ডা জানতে চেয়েছেন, কেন তাঁকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হল। কিন্তু তার সদোত্তর পাননি। বলছিলেন, ‘‘দলগঠন করার আগে আমার সঙ্গে এক বার আলোচনা করতে পারত। আশা করেছিলাম, অন্তত জানানো হবে। কিন্তু সেটা করা হয়নি। তা হলে এত দিন টি-টোয়েন্টির জন্য প্রস্তুতি নিয়ে আমার কী লাভ হল? (তৎকালীন) সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে মরসুম শুরু হওয়ার আগেই বলেছিলাম, বেছে বেছে ম্যাচ খেলতে চাই। এত বছর খেলার পরে আশা তো করতেই পারি যে আমাকে বাদ দেওয়ার আগে এক বার জানানো হবে।’’

Advertisement

বাংলা যখন টি-টোয়েন্টিতে ব্যস্ত থাকবে, তখন কি ডিন্ডাকে রঞ্জির প্রস্তুতি নিতে দেখা যাবে? ডিন্ডার সাফ উত্তর, ‘‘ডিন্ডার প্রস্তুতি নেওয়ার দরকার আছে! ডিন্ডা বরাবরই বোলিং মেশিন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement