বিশ্বকাপ প্রস্তুতি

আফ্রিদিদের বিশেষ নিরাপত্তা, ইডেন পাচ্ছে বিদেশি কভার

টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তত আধুনিক করে তোলা হচ্ছে ইডেন গার্ডেন্সকে। আর দিন পাঁচেকের মধ্যে ইডেনে ঢুকে পড়ছে অত্যাধুনিক গ্রাউন্ড কভার। যা পিচ তো বটেই গোটা মাঠ স্বয়ংসক্রিয় ভাবে ঢেকে ফেলতে পারবে। গত অক্টোবরে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি মাত্র আধ ঘণ্টার বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা:

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০৩:২৪
Share:

সিএবি বৈঠকে সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার। -শঙ্কর নাগ দাস

টি-টোয়েন্টি বিশ্বকাপ যত এগিয়ে আসছে, তত আধুনিক করে তোলা হচ্ছে ইডেন গার্ডেন্সকে।

Advertisement

আর দিন পাঁচেকের মধ্যে ইডেনে ঢুকে পড়ছে অত্যাধুনিক গ্রাউন্ড কভার। যা পিচ তো বটেই গোটা মাঠ স্বয়ংসক্রিয় ভাবে ঢেকে ফেলতে পারবে। গত অক্টোবরে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি মাত্র আধ ঘণ্টার বৃষ্টিতে পণ্ড হয়ে গিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, তার জন্য এই ব্যবস্থা। পাশাপাশি বিশ্বকাপ উপলক্ষে ইডেনের হসপিট্যালিটি এরিয়াও বাড়াচ্ছে সিএবি। এমনিতে ইডেনে বত্রিশটা হসপিট্যালিটি বক্স আছে। কিন্তু তার মধ্যে অনেকগুলোই বিক্রি হয়ে যাওয়ায় স্থান সঙ্কুলান হতে পারে বলে হসপিট্যালিটি এরিয়া বাড়াচ্ছে সিএবি। ঠিক হয়েছে, ইডেনের ‘বি’ ব্লকের নীচের হাজারখানেক সিটকে আধুনিক কায়দায় সাজিয়ে নতুন মোড়কে পেশ করা হবে। সিএবি যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘বাইরের দেশে যেমন থাকে, এখানেও তেমনই থাকবে।’’

ইডেনে সোমবার আবার পুলিশি পরিদর্শনও হয়ে গেল। যা খবর, তাতে পাকিস্তান টিমকে নিয়ে নিরাপত্তাব্যবস্থা আরও নিশ্ছিদ্র করা হচ্ছে। পুলিশ নাকি পাকিস্তান ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ টিমের নিরাপত্তা নিয়েও চিন্তিত। ঠিক হয়েছে তিনটে টিমকেই রাখা হবে এক হোটেলে, আলাদা আলাদা হোটেলে নয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement