ছবি সৌজন্যে টুইটার।
ঢেলে সাজা হচ্ছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের পরিকাঠামো। এবার থেকে কুইন্টন ডিকক, ফাফ ডুপ্লেসিদের ঘরোয়া লিগ একটির বদলে দুটি ডিভিশনে খেলানো হবে। এর ফলে আরও ৯টি দল ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ পাবে।
দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ডেভিড রিচার্ডসনকে দায়িত্ব দেওয়া হয়েছিল কী করে ঘরোয়া ক্রিকেটে উন্নতি করা যায়। তাঁর রিপোরটের ভিত্তিতে ক্রিকেট সাউথ আফ্রিকার মেম্বার্স কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে।
সিএসএ মেম্বার্স কাউন্সিলের প্রেসিডেন্ট রিহান রিচার্ডস বলেন, ‘‘আমাদের আশা, নতুন পদ্ধতিতে খেলা হলে আমাদের দেশের সব স্তরের কাছে ক্রিকেট পৌঁছে যাবে। ক্রিকেট খেলার সুযোগ বাড়বে। আখেরে দক্ষিণআফ্রিকার ক্রিকেটেরই লাভ হবে।’’
নতুন নিয়মে এখনকার ছয় দলের লিগ আর হবে না। তার বদলে মোট ১৫টি দল খেলবে। একটি ডিভিশনে ৮টি এবং অন্য ডিভিশনে ৭টি দল খেলবে। থাকবে অবনমনও।