যুবরাজ সিংহ। ছবি: রয়টার্স।
বৃহস্পতিবারের সকালটা একটু হলেও অন্যরকম ছিল যুবির জন্য। অনেক টানাপড়েন, অনেক ওঠাপড়া কাটিয়ে আবার ভারতীয় দলে ফেরার রাস্তাটাও সহজ ছিল না। সেই যুবরাজ সিংহ খেলছেন তাঁর জীবনের ৩০০তম ম্যাচ। শুভেচ্ছাবার্তায় যে ভরে উঠবে তাঁর টুইটার হ্যান্ডল সেটাই স্বাভাবিক। সেই তালিকায় যদি যুক্ত হয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায় বা হরভজন সিংহর মতো সেলিব্রিটিরা তা হলে সেই ভাল লাগাটাও যে দ্বিগুন হয়ে যায়।
আরও খবর: ১৭ বছরের ক্রিকেট জীবনে কোন পথে ৩০০
সেমিফাইনালের সকালে শুভেচ্ছা পদকটি তিনি পেলেন তাঁর প্রথম অধিনায়কের হাত থেকেই। যার হাত ধরেই ভারতীয় দলে নিজের ছাপ রেখে যাওয়ার শুরু। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালই যে যুবরাজ সিংহর জীবনের ৩০০তম ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে তার প্রচার হয়ে গিয়েছিল ভারত সেমিফাইনালে পৌঁছনোর পর থেকেই। এ বার শুভেচ্ছার জোয়াড়ে ভাসলেন তিনি। সৌরভ টুইটারে লেখেন ‘‘তুমি খেলে যা যা পেয়েছ তার জন্য আমি গর্বিত। ৩০০ ম্যাচ খেলাটা একটা মাইলস্টোনে পৌঁছনো। আরও একটা বিশ্বকাপ তুমি খেলতে পারবে।’’
হরভজন সিংহ টুইটারে ভিডিও মেসেজ পোস্ট করলেন। যেখানে তিনি যুবরাজকে ‘বন্ড’ আখ্যা দিলেন। তিনি বলেন ‘‘২০ বছর আগে একজন বন্ড তার যাত্রা শুরু করেছিল।’’ ভারতীয়দের মধ্যে তিনি পঞ্চম যিনি এই কৃতিত্তের অধিকারী হলেন। এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর মালিকও তিনি। সেই যুবরাজের ৩০০তম ম্যাচে এমন বিশেষ বিশেষ শুভেচ্ছা বার্তাটাই যে স্বাভাবিক।
সেমিফাইনালের সকালে শুভেচ্ছা পদকটি তিনি পেলেন তাঁর প্রথম অধিনায়কের হাত থেকেই। যার হাত ধরেই ভারতীয় দলে নিজের ছাপ রেখে যাওয়ার শুরু। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালই যে যুবরাজ সিংহর জীবনের ৩০০তম ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে তার প্রচার হয়ে গিয়েছিল ভারত সেমিফাইনালে পৌঁছনোর পর থেকেই। এ বার শুভেচ্ছার জোয়াড়ে ভাসলেন তিনি। সৌরভ টুইটারে লেখেন ‘‘তুমি খেলে যা যা পেয়েছ তার জন্য আমি গর্বিত। ৩০০ ম্যাচ খেলাটা একটা মাইলস্টোনে পৌঁছনো। আরও একটা বিশ্বকাপ তুমি খেলতে পারবে।’’
সেমিফাইনালের সকালে শুভেচ্ছা পদকটি তিনি পেলেন তাঁর প্রথম অধিনায়কের হাত থেকেই। যার হাত ধরেই ভারতীয় দলে নিজের ছাপ রেখে যাওয়ার শুরু। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালই যে যুবরাজ সিংহর জীবনের ৩০০তম ওয়ান ডে আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে তার প্রচার হয়ে গিয়েছিল ভারত সেমিফাইনালে পৌঁছনোর পর থেকেই। এ বার শুভেচ্ছার জোয়াড়ে ভাসলেন তিনি। সৌরভ টুইটারে লেখেন ‘‘তুমি খেলে যা যা পেয়েছ তার জন্য আমি গর্বিত। ৩০০ ম্যাচ খেলাটা একটা মাইলস্টোনে পৌঁছনো। আরও একটা বিশ্বকাপ তুমি খেলতে পারবে।’’
হরভজন সিংহ টুইটারে ভিডিও মেসেজ পোস্ট করলেন। যেখানে তিনি যুবরাজকে ‘বন্ড’ আখ্যা দিলেন। তিনি বলেন ‘‘২০ বছর আগে একজন বন্ড তার যাত্রা শুরু করেছিল।’’ ভারতীয়দের মধ্যে তিনি পঞ্চম যিনি এই কৃতিত্তের অধিকারী হলেন। এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর মালিকও তিনি। সেই যুবরাজের ৩০০তম ম্যাচে এমন বিশেষ বিশেষ শুভেচ্ছা বার্তাটাই যে স্বাভাবিক।