করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলেন সৌরভ।
করোনার জেরে দেশ জুড়ে এখন ‘লকডাউন’ চলছে। ঘরবন্দি গোটা দেশ। এই পরিস্থিতিতে রাজ্যের গরিব ও দুঃস্থদের অন্ন সংস্থানের জন্য এগিয়ে এলেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে বোর্ড সভাপতি দুঃস্থদের ৫০ লক্ষ টাকার চাল বিতরণ করবেন।তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছে সিএবি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও দেশের প্রাক্তন অধিনায়কের মহান উদ্যোগ দেখে আশা করছে, এই পরিস্থিতিতে বাকিরাও এগিয়ে আসবেন। সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আগেই এগিয়ে এসেছিলেন সৌরভ। কোয়রান্টিনের জন্য প্রয়োজনে ইডেন গার্ডেন্স ব্যবহার করার প্রস্তাবও দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।
আরও পড়ুন: সরকার চাইলে ইডেনে কোয়রান্টিন কেন্দ্র, প্রস্তাব দিলেন সৌরভ
এর আগে সোশ্যাল মিডিয়ায় কলকাতার ফাঁকা রাস্তাঘাটের ছবি পোস্ট করেছিলেন সৌরভ। তাতে লিখেছিলেন, “আমার শহরকে এমন ভাবে দেখার কথা কখনও ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রুত।”