সৌরভ গঙ্গোপাধ্যায়।—ফাইল চিত্র।
জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন মাঠে নামার আগে যুবরাজ-সহবাগদের যে ভাবে তাতাতেন, এ বার টোকিয়ো অলিম্পিক্সে পিভি সিন্ধুদের ঠিক একই ভাবে পদক জেতার মন্ত্র দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
টোকিয়ো অলিম্পিক্সে ভারতীয় দলের শুভেচ্ছা দূত হওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে কয়েক দিন আগেই অনুরোধ জানিয়েছিল ইন্ডিয়ান অলিম্পিক সংস্থা (আইওএ)। দেশের শুভেচ্ছা দূত হিসেবে সৌরভ টোকিয়ো যাবেন বলেই খবর। আইওএ-র প্রস্তাব তিনি গ্রহণ করবেন। ভারতের প্রাক্তন অধিনায়ক দেশের সমস্ত ক্রীড়াবিদের কাছে এক অনুপ্রেরণা। তাঁর মতো এক জন নেতাকে দূত হিসেবে পেলে ভারতীয় অলিম্পিক্স দলই উপকৃত হবে। এ বার নিয়ে দ্বিতীয় বার অলিম্পিক্সের আসরে শুভেচ্ছা দূত পাঠাচ্ছে ভারত।
চার বছর আগে রিও অলিম্পিক্সে শুভেচ্ছা দূত হিসেব গিয়েছিলেন সচিন তেন্ডুলকর, অভিনব বিন্দ্রা, সলমন খান-এর মতো ব্যক্তিত্ব। এ বার সৌরভের সঙ্গে এই তালিকায় কারা থাকবেন তা এখনও স্থির নয় বলেই সূত্রের খবর। বিষয়টি নিয়ে আইওএ-র অন্দরে আলোচনা চলছে। তবে গত বারের মতোই যে এ বারেও বড় নাম পাঠানো হবে, সে কথা বলাই বহুল্য।
আরও পড়ুন: যশস্বীর সেঞ্চুরি, ১০ উইকেটে পাকিস্তানকে হারিয়ে যুব বিশ্বকাপের ফাইনালে ভারত
টোকিয়ো অলিম্পিক্সে বড় মাপের দল পাঠাচ্ছে ভারত। দেশ জুড়ে প্রবল প্রত্যাশা তৈরি হয়েছে। সেই দলকে উজ্জীবিত করতে সৌরভের মতো এক জন নেতার অনুপ্রেরণা যথেষ্ট কাজে লাগবে বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ফুচকা বিক্রি করে ক্রিকেট শেখা, তাঁর ব্যাটে ভর করেই ফাইনালে ভারত