পুজোর উদ্বোধন করছেন সৌরভ। নিজস্ব চিত্র
প্রতি বারের মতো এ বারও পুজোর উদ্বোধন করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রবিবার বড়িশা প্লেয়ার্স কর্নার ক্লাবের পুজোর উদ্বোধন করেন তিনি। ফিতে কেটে এবং প্রদীপ জ্বালিয়ে সৌরভের হাত ধরে ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন হয়।
রবিবার দুপুরের দিকে বড়িশা প্লেয়ার্স কর্নার ক্লাবে যান সৌরভ। উদ্বোধনের পর বেশ কিছুক্ষণ সেখানে থাকেন। ক্লাবের কর্তা এবং চেনা-পরিচিতের সঙ্গে কথা বলেন। কিছুক্ষণ পুজো প্রাঙ্গনে সময় কাটানোর পর চলে যান সৌরভ।
স্ত্রী ডোনা এবং মেয়ে সানাকে ছাড়াই এ বারের পুজো কাটাতে হবে সৌরভকে। পড়াশুনোর কারণে সানা এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন। ডোনাও সেখানেই। সৌরভ নিজেও গোটা পুজোয় কলকাতায় থাকছেন না। নবমীর দিনই তাঁকে আমিরশাহি যেতে হবে। দশমীর দিন আইপিএল ফাইনাল। সেখানে হাজির থাকবেন বিসিসিআই সভাপতি।
এরপরে আমিরশাহিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। যাবতীয় দায়িত্ব ভারতীয় বোর্ডের কাঁধে। সেখানেও শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখবেন সৌরভ।