কার সঙ্গে করুণের ব্যাটিংয়ের মিল খুঁজে পেলেন সৌরভ?
অভিষেক সিরিজেই একেবারে ট্রিপল সেঞ্চুরি করে একেবারে চমকে দিয়েছেন তিনি। রেকর্ড গড়ার পথে তিনি টপকেছেন ব্র্যাডম্যান, লেন হাটন থেকে সচিন, লক্ষ্মণদের মতো একের পর এক গ্রেটকে। টিম ইন্ডিয়ার নতুন সেনসেশন করুণ নায়ারকে নিয়ে এক রাশ স্বপ্ন দেখছে ক্রিকেট মহল। অভিনন্দনে ভরে যাচ্ছেন বছর পঁচিশের তরুণ। তাঁর সঙ্গে বিখ্যাত ক্রিকেটারদের তুলনা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এ বার তাঁর ব্যাটিংয়ের সঙ্গে বীরেন্দ্র সহবাগের তুলনা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
২০০৮ সালে সহবাগের চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩১৯ এবং ২০০৪ সালে মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে ৩০৯ রানের ইনিংসের সঙ্গে নায়ারের ইনিংসের তুলনা করে সৌরভ বলেন, “নায়ারের ব্যাটিং আমাকে সহবাগের কথা মনে করাচ্ছিল। অসাধারণ ব্যাটিং করেছে ছেলেটা। খুব শীঘ্রই টিম কোহালির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে নায়ার।” তবে সহবাগের সঙ্গে নায়ারের তুলনা করতে চাননি ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। তাঁর মতে, “দু’জন সম্পূর্ণ আলাদা পরিবেশে আলাদা যুগে আলাদা দলের বিরুদ্ধে খেলেছে। তাই তুলনা করা কখনওই উচিত নয়।”
আরও পড়ুন: করুণের মানসিকতায় দ্রাবিড়কে দেখলাম
চেন্নাই টেস্টে নায়ারের ট্রিপল সেঞ্চুরির পাশাপাশি ১৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন লোকেশ রাহুলও। নায়ারের কীর্তির ছায়ায় সেই ইনিংস ঢাকা পড়ে গিয়েছে। সৌরভের মতে, “এই রকম ঘটনা তো মুলতানেও হয়েছিল। সে বারেও সহবাগের ইনিংসের ধাক্কায় সচিনের ১৯৪-এর ইনিংস হারিয়ে গিয়েছিল। এটা ক্রিকেটে কোনও নতুন ঘটনা নয়।”