তবু পোগবায় আস্থা সোলসারের

পেনাল্টি নষ্ট করায় পোগবা সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৯ ০৪:২৮
Share:

n প্রত্যয়ী: পোগবার উপরই ভরসা রাখছেন সোলসার। ফাইল চিত্র

পল পোগবা কি আর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে পেনাল্টি মারবেন না? ইপিএলে উলভসের বিরুদ্ধে ম্যাচে ফরাসি তারকা পেনাল্টি নষ্ট করায় এ হেন জল্পনা সৃষ্টি হয়েছে। শনিবার ম্যান ইউ মুখোমুখি হচ্ছে ক্রিস্টাল প্যালেসের। সমালোচনার পরোয়া না করে পোগবাদের ম্যানেজার ওয়ে গুন্নার সোলসার জানিয়ে দিলেন, পেনাল্টি মারার দায়িত্বে পোগবা আর র‌্যাশফোর্ডকেই রাখবেন, ‘‘আমি নিশ্চিত, আবার পোগবাকে আপনারা পেনাল্টিতে গোল করতে দেখবেন।’’ যোগ করলেন, ‘‘উলভসের বিরুদ্ধে জিততে না পারায় পেনাল্টি নষ্টের কথা উঠছে। এমন নয়, বিষয়টা ফুটবলারদের উপরে ছেড়ে দিয়েছি। পেনাল্টি মারার জন্য দু’জনকে বেছেছি। যতক্ষণ ওরা আছে, ততক্ষণ ওদের মধ্যে কেউই পেনাল্টি মারবে।’’

Advertisement

পেনাল্টি নষ্ট করায় পোগবা সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন। যা নিয়ে সোলসার বলেছেন, ‘‘সমস্যাটা হচ্ছে এরা কারা, তা বোঝা যায় না। আমি জানি, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো ওয়ে গুন্নার সোলসারও আছে। আর ম্যান ইউ তো ফুটবলারদের বলতে পারে না যে, সোশ্যাল মিডিয়ায় থেকো না। আমাদের চেষ্টা করতে হবে মানুষকে সচেতন করার। আর পোগবা এ সবে ভেঙে পড়ার ছেলে নয় বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’’

শনিবার ইপিএলে: নরউইচ সিটি বনাম চেলসি (বিকেল পাঁচটা), ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম ক্রিস্টাল প্যালেস (সন্ধে ৭-৩০) ও লিভারপুল বনাম আর্সেনাল (রাত ১০.০)। স্টার স্পোর্টস

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement