Sports

চিনের প্রাচীর টপকে পদকের কাছাকাছি সিন্ধু

হাঁটুর চোট নিয়ে গ্রুপ পর্যায়েই বিদায় নিতে হয়েছিল দেশের এক নম্বর ব্যাডমিন্টন তারকাকে। সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হল পুসারেল্লা ভেঙ্কট সিন্ধুর র‌্যাকেট থেকে। কোয়ার্টার ফাইনালে প্রাক্তন বিশ্বসেরা তথা বর্তমান দু’নম্বর চিনা প্রতিদ্বন্দ্বী ওয়াং ইহানকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ১১:৪১
Share:

জয়ের হুঙ্কার। ছবি: রয়টার্স।

হাঁটুর চোট নিয়ে গ্রুপ পর্যায়েই বিদায় নিতে হয়েছিল দেশের এক নম্বর ব্যাডমিন্টন তারকাকে। সেই ক্ষত কিছুটা হলেও নিরাময় হল পুসারেল্লা ভেঙ্কট সিন্ধুর র‌্যাকেট থেকে। কোয়ার্টার ফাইনালে প্রাক্তন বিশ্বসেরা তথা বর্তমান দু’নম্বর চিনা প্রতিদ্বন্দ্বী ওয়াং ইহানকে স্ট্রেট সেটে হারিয়ে দিলেন তিনি। আর একটা ম্যাচ জিতলেই পদক নিশ্চিত করবেন তিনি।

Advertisement

স্ট্রেট সেটে ম্যাচের ফয়সলা হলেও দুটো সেটেই লড়াই হয়েছে সমানে সমানে। খেলার ফল ২২-২০, ২১-১৯ থেকেই যা পরিষ্কার। দশম বাছাই সিন্ধুর খেলায় ছিল আক্রমণ আর রক্ষণের মিশ্রণ। অসাধারণ নেট প্লে দিয়ে সিন্ধুর আক্রমণ ভাঙতে চাইছিলেন ওয়াং। দ্বিতীয় সেটে ১৯-১৯ হওয়ার পর যে ভাবে স্নায়ুর চাপ নিয়ন্ত্রণে রেখে ম্যাচ জেতেন সিন্ধু, তার প্রশংসা করেছেন সবাই।

এ দিনের জয়ের ফলে ভারতের দ্বিতীয় ব্যাডমিন্টন তারকা হিসাবে অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছলেন সিন্ধু। এর আগে লন্ডন অলিম্পিকে এই নজির গড়েছিলেন সাইনা। আর একটা ম্যাচ জিতলেই সেই রেকর্ড টপকে যাবেন সিন্ধু। পদকহীন ভারতীয় ক্রীড়ামহল তাই এখন তাকিয়ে সিন্ধুর র‌্যাকেটের দিকেই।

Advertisement

আরও পড়ুন:
রিওতে পোডিয়াম দেখছেন সিন্ধু

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement