Sports News

বিডব্লুএফ সুপার সিরিজ জয় দিয়ে শুরু সিন্ধুর

রিও অলিম্পিক্সের ফাইনালে হারতে হয়েছিল তাঁর কাছেই। আর এ বার ক্যারোলিনা মারিনের সঙ্গে একই গ্রুপে পিভি সিন্ধু। বিডব্লুএফ সুপার সিরিজের শুরুটা জয় দিয়েই করলেন সিন্ধু। প্রথম ম্যাচে এক গেম পিছিয়ে থেকে অবশ্য শেষ বেলায় বাজিমাত সিন্ধুর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৬ ২১:১৬
Share:

রিও অলিম্পিক্সের ফাইনালে হারতে হয়েছিল তাঁর কাছেই। আর এ বার ক্যারোলিনা মারিনের সঙ্গে একই গ্রুপে পিভি সিন্ধু। বিডব্লুএফ সুপার সিরিজের শুরুটা জয় দিয়েই করলেন সিন্ধু। প্রথম ম্যাচে এক গেম পিছিয়ে থেকে অবশ্য শেষ বেলায় বাজিমাত সিন্ধুর। বিডব্লুএফ সুপার সিরিজের প্রথম ম্যাচে জাপানের আকানে ইয়ামাগুচিকে হারিয়ে পরের ম্যাচে চিনের সুন ইউর মুখোমুখি পিভি সিন্ধু।

Advertisement

আরও খবর:- মুম্বইয়ে কোহালিয়ানার দর্পের পাশে কলকাতার টেনিস নস্ট্যালজিয়া

আকানে-সিন্ধু ম্যাচ চলে এক ঘণ্টার কিছু বেশি সময়। প্রথম গেমে ১২-২১ হেরেই শুরু করেছিলেন অলিম্পিক্সে রুপোজয়ী সিন্ধু। কিন্তু দ্বিতীয় গেম থেকেই ঘুরে দাঁড়ান তিনি। যেন অলিম্পিক্সের সেই চেনা ছন্দ। যে ছন্দ এখনও ধরে রেখেছেন। এটাই হয়তো ধারাবাহিকতা। দ্বিতীয় গেম একাধিপত্ত রেখেই জিতে নেন। ফল ২১-৮। তৃতীয় গেমে লড়াইয়ে ফেরার চেষ্টা করেন সিন্ধুর জাপানী প্রতিপক্ষ। কিন্তু তাতে সফল হননি তিনি। ২১-১৫তে হারের মুখ দেখতে হয় তাঁকে।

Advertisement

সুপার সিরিজে আটজন প্লেয়ারকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপ থেকে দু’জন করে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement