প্যারিসেও হার সিন্ধুর

Advertisement

প্যারিস

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৬ ০৩:৫০
Share:

রিওতে রুপোজয়ী পিভি সিন্ধু অলিম্পিক্সের পরে তাঁর প্রথম দু’টো টুর্নামেন্টেই ব্যর্থতার স্বাদ পেলেন। ডেনমার্কের মতোই ফ্রেঞ্চ ওপেন সুপার সিরিজ থেকেও দ্বিতীয় রাউন্ডে ছিটকে গেলেন ভারতীয় ব্যাডমিন্টনের নতুন সুপারস্টার। আরও তাৎপর্যের ষষ্ঠ বাছাই সিন্ধুকে ডেনমার্কের মতোই প্যারিসেও হারালেন চিনা মেয়ে হি বিংজিয়াও। এ বার ২২-২০, ২২-১৭ পয়েন্টে। ৪১ মিনিটের লড়াইয়ে। প্রথম গেমে সিন্ধু ১২-৮ এবং ২০-১৮, দু’বার এগিয়ে থাকার সুযোগ নিতে পারেননি শেষ পর্যন্ত। দ্বিতীয় গেমে তিনি অবশ্য এক বারের জন্যও ‘লিড’ নিতে পারেননি। হেড-টু-হেডে বিয়াংয়ের সঙ্গে ছ’বার খেলে পাঁচ বারই হারলেন সিন্ধু। পুরুষ সিঙ্গলসে এইচ এস প্রণয়-ও হারায় এ দিনই ফ্রেঞ্চ ওপেনে ভারতীয়দের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement