কোনও সংবাদপত্রই তিনি পড়েন না। মনঃসংযোগ ধরে রাখতে এটাই নাকি তাঁর দাওয়াই। বলছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার।
তবে সংবাদপত্র থেকে দূরে থাকার এই পদ্ধতি শ্রেয়স নিজে রপ্ত করেননি। এই ‘মূল্যবান পরামর্শ’ তাঁকে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের ‘টক শো’-তে এ কথা জানান শ্রেয়স।
তাঁর কথায়, ‘‘চারপাশের প্রচারমাধ্যম পরিবৃত ক্রিকেট দুনিয়ায় পা রাখার পরে প্রথম পরামর্শটা দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। তিনি বলেছিলেন, যতটা সম্ভব দূরে থাকতে হবে সোশ্যাল মিডিয়া থেকে। একই সঙ্গে খবরের কাগজ পড়ারও কোনও দরকার নেই। কারণ, খবরের কাগজ পড়লে মনঃসংযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।’’ শ্রেয়স সঙ্গে যোগ করেন, ‘‘এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া আমাদের সবার জীবনের একটা বড় অংশ জুড়ে রয়েছে। আমি তার সঙ্গে মানিয়ে চলতে অভ্যস্ত। সেখানে যে সমালোচনা হয়, তা আমাকে ভাল পারফর্ম করার প্রেরণা জোগায়।’’ শ্রেয়স জানিয়েছেন, আইপিএলের নিলাম কী ভাবে তাঁর প্রতি একজন পরিচিত মহিলার আচরণ পাল্টে দিয়েছিল। আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে ১৪ ইনিংসে ১৩২-এর উপর স্ট্রাইক রেট রেখে ৪১১ রান করেন শ্রেয়স।