রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। —ফাই চিত্র।
এ বারের কমনওয়েলথ গেমস শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স। পদকের ছড়াছড়ি। কিন্তু যা খবর পরের কমনওয়েলথ গেমসে আর থাকবে না শুটিং। ভারত কেন সব দেশের কাছেই এটা খারাপ খবর। বিশেষ করে যে সব দেশ শুটিংয়ে এগিয়ে তাদের জন্য। কিন্তু ২০২২ বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে উঠে যাচ্ছে শুটিংয়ের ইভেন্টই।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর বুধবার কমনওয়েলথ গেমসে শুটিং রাখার ব্যাপারে পদক্ষেপ নিলেন। তিনি কমনওযেলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট লুইস মার্টিন ও ব্রিটিশ এমপি ম্যাচ হ্যানকককে (সচিব, ডিজিট্যাল-কালচার-মিডিয়া-স্পোর্টস) আলাদা আলাদা চিঠি লিখলেন। সেখানে তিনি অনুরোধ জানালেন ২০২২ কমনওয়েলথে যেন শুটিংকে রাখা হয়।
রাঠৌর লেখেন, ‘‘শুটিং যদি বন্ধ করে দেওয়া হয় তা হলে অনেক অ্যাথলিট যারা এই সব গেমস গুলোর জন্যই নিজেদের তৈরি করে তারা হতাশ হয়ে পড়বে। যারা এই খেলা পছন্দ করে তারাও দেখতে পাবে না। আমি এই ব্যাপারে আপনাদের মধ্যস্থতা চাইছি। যাতে শুটিং কমনওয়েলথে থাকে।’’