দলে ফিরলেন শোয়েব মালিক। —ফাইল চিত্র
টি২০ বিশ্বকাপ জয়ের আশায় ‘বুড়ো’দের উপরেই ভরসা রাখছে পাকিস্তান। চোটের জন্য ১৫ জনের দল থেকে বাদ পড়লেন সোহেব মাকসুদ। তাঁর বদলে দলে এলেন ২০০৯ সালে পাকিস্তানকে টি২০ বিশ্বকাপ জেতানো অধিনায়ক শোয়েব মালিক।
পাকিস্তানের হয়ে ১১৬টি টি২০ ম্যাচ খেলেছেন শোয়েব। তাঁর ব্যাট থেকে এসেছে ২৩৩৫ রান। বল হাতে নিয়েছেন ২৮টি উইকেট। অভিজ্ঞতার উপরেই ভরসা রাখছে পাকিস্তান। ১০ অক্টোবর অবধি টি২০ বিশ্বকাপের দলে বদল করার সুযোগ রয়েছে। প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদকে ১৫ জনের দলে নিয়ে এসেছে পাকিস্তান। এ বার আরও এক প্রাক্তন অধিনায়ককে দলে আনল তারা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে আগে বলা হয়েছিল, “ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে এবং দলের সঙ্গে কথা বলে ফাখর জামান, হায়দার আলি এবং সরফরাজ আহমেদকে ১৫ জনের দলে নেওয়া হল।” ১৫ জনের দল থেকে বাদ দেওয়া হয়েছে খুশদিল শাহ, আজম খান এবং মহম্মদ হাসনাইনকে। চোটের জন্য অনিশ্চয়তা ছিল মাকসুদকে নিয়ে। তাঁর পরিবর্তও ঘোষণা করে দিল পাকিস্তান।
২৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। সেই ম্যাচ দিয়েই শুরু হবে তাদের টি২০ বিশ্বকাপ সফর।