বিরাট ও রোহিতকে নিয়ে চলছে চর্চা। -ফাইল চিত্র।
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ৫ বার চ্যাম্পিয়ন হয়েছেন রোহিত শর্মা। সেখানে বিরাট কোহালির নেতৃত্বে একবারও ট্রফি জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এর পরে গৌতম গম্ভীরের মতো প্রাক্তন তারকা বলেছেন, “রোহিতকে অধিনায়ক না করলে ভারতেরই ক্ষতি।” রোহিতের হাতে কি যে কোনও একটি ফরম্যাটের নেতৃত্ব তুলে দেওয়া উচিত? তা হলে তো কোহালিও উপর থেকেও দায়িত্ব কমে। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার বলছেন, “কোহালি যদি ক্লান্ত বোধ করে, তা হলে রোহিতের হাতে যে কোনও একটি ফরম্যাটের (টি টোয়েন্টি) নেতৃত্ব তুলে দেওয়া উচিত। আইপিএল চলাকালীন কোহালির মুখে একঘেয়েমির ছাপ স্পষ্ট দেখেছি। জৈব সুরক্ষা বলয়ে থাকার জন্য এমনটা হতে পারে। সবটাই অবশ্য নির্ভর করছে কোহালির উপরে।”
অস্ট্রেলিয়ায় তিন টেস্টে নেই কোহালি। প্রথম টেস্ট ম্যাচ খেলেই তিনি দেশে ফিরে আসবেন। বাবা হচ্ছেন, তাই স্ত্রী অনুষ্কার পাশে থাকবেন বলে তিনটি টেস্ট থেকে ছুটি চেয়েছেন ভারত অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ছুটি মঞ্জুরও করে দিয়েছে। শেষ তিনটি টেস্টে অজিঙ্ক রাহানে নেতৃত্ব দেবেন দলকে এমনটাই শোনা যাচ্ছে।
কিন্তু রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মনে করেন, কোহালির অনুপস্থিতিতে রোহিতের হাতেই তুলে দেওয়া উচিত দলের নেতৃত্ব।মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করে দেশে ফিরে এসেছেন তিনি। এনসিএতে রিহ্যাব করে ফিটনেস পরীক্ষায় পাশ করে অস্ট্রেলিয়া যাওয়ার বিমান ধরবেন তিনি। টেস্ট সিরিজে নেমে পড়বেন রোহিত।
আরও পড়ুন: আইএফএ শিল্ডে নেই বায়ো সিকিওর বাব্ল, নেই দুই প্রধান, কেন জরুরী এই সুরক্ষা বলয়
শোয়েব বলছেন, “নেতৃত্বের সুযোগ পেলে রোহিতেরই তা গ্রহণ করা উচিত। অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতেই পারে রোহিত। দল পরিচালনা করার দক্ষতা এবং ক্ষমতা দুইই রয়েছে ওর। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের জন্য কঠিন পরীক্ষা এ বিষয়ে কোনও সন্দেহই নেই। কিন্তু প্লেয়ার হিসেবে এরকম একটা মঞ্চই তো সবাই খোঁজে। অধিনায়ক এবং ব্যাটসম্যান হিসেবে রোহিতের দিকেই গোটা ক্রিকেটবিশ্বের নজর থাকবে। ও যদি নিজে ভাল খেলে এবং ভাল দল পরিচালনা করে, তা হলে দ্বৈত অধিনায়কত্ব নিয়ে বিতর্ক হতেই পারে।”