প্রতীকী ছবি
শিলংয়ের সেন্ট এডমুন্ড বিদ্যালয়ে সোমবার ছুটি দিয়ে দেওয়া হল। রবিবার রাত জেগে ইউরো ফাইনাল দেখবেন শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া অভিভাবকরা। তাই সকলের কথা চিন্তা করে মঙ্গলবার থেকে বিদ্যালয় খোলার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান শিক্ষক সলমন মরিস।
এমন রবিবার বার বার আসে না। ভোরে কোপা আমেরিকার ফাইনালের পর রাতে ইউরো ফাইনাল। রবিবার ভোররাত থেকে সোমবার ভোররাত অবধি জেগে থাকবেন ভারতের ফুটবল প্রেমীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিস গত সোমবার একটি বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমি ইউরো সেমিফাইনাল ও ফাইনাল দেখতে চাই। আমি নিশ্চিত আপনারাও মুখিয়ে রয়েছেন নিশ্চয়ই। চলুন একসাথে উপভোগ করি। আমাদের বিদ্যালয় মঙ্গলবার চালু হবে।’
ফাইনালে ইটালিকেই সমর্থন করছেন তিনি। তাও জানিয়ে দিয়েছেন এই চিঠিতে। মরিস লিখেছেন, ‘আমার দল কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় আমি ইটালিকেই সমর্থন করছি’।
রবিবার রাত জেগে খেলা দেখার পর সোমবার বিদ্যালয়ে এসে ক্লাস করা ছাত্র ছাত্রীদের জন্য বেশ কঠিন। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান শিক্ষক।
প্রধান শিক্ষকের জারি করা বিজ্জপ্তি