Sharath Kamal

ভিসা সমস্যায় শরথ কমলের জার্মানি যাওয়া হল না

আগামী বছর অলিম্পিক্সের যোগ্যতা পর্বের জন্য নামতে হবে। সেই কারণে জার্মানি গিয়ে নিজেকে শাণিত করতে চেয়েছিলেন ভারতের তারকা টেবল টেনিস খেলোয়াড় শরথ কমল।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ২০:১১
Share:

শরথ কমল। -ফাইল চিত্র।

জার্মানিতে গিয়ে ম্যাচ খেলতে চেয়েছিলেন শরথ কমল। সেই সঙ্গে চেয়েছিলেন উন্নতমানের ট্রেনিং। অতিমারির জন্য দীর্ঘদিন অনুশীলন হয়নি। নামতে পারেননি ম্যাচেও।

Advertisement

আগামী বছর অলিম্পিক্সের যোগ্যতা পর্বের জন্য নামতে হবে। সেই কারণে জার্মানি গিয়ে নিজেকে শাণিত করতে চেয়েছিলেন ভারতের তারকা টেবল টেনিস খেলোয়াড় শরথ কমল। কিন্তু ভিসা সমস্যার জন্য তার মনের ইচ্ছা পূরণ হয়নি।

ডিসেম্বরের ১১ থেকে ১৮ পর্যন্ত ডুসেলডর্ফে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। বরুসিয়া ডুসেলডর্ফের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে চেয়েছিলেন শরথ। সেই টুর্নামেন্টের পরে আরও কয়েকদিন থেকেও যেতে চেয়েছিলেন জার্মানিতে। ইউরোপের সেরা সব প্লেয়ারদের সঙ্গে অনুশীলন করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ভিসা সমস্যায় তাঁর পরিকল্পনা ভেস্তে যায়।

Advertisement

আরও পড়ুন: ফুটবল নয়, রোনাল্ডোর পছন্দ বক্সিং, ফাইটিং চ্যাম্পিয়নশিপ

শরত কমল বলছেন, “এই মুহূর্তে টুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে না জার্মানিতে। ফলে সরকার ও সাইয়ের কাছ থেকে চিঠি ও বিশেষ অনুমতির দরকার। কিন্তু সেটাও সময়সাপেক্ষ ব্যাপার।”

শরথ কমল জাতীয় ক্যাম্প সেরে ফিরে এসেছেন চেন্নাইয়ে। তিনি বলছেন, “সেরা খেলোয়াড়দের সঙ্গে জার্মানিতে প্র্যাকটিস করা ম্যাচ খেলার সমান। অনেক দিন আমি ম্যাচ খেলিনি। ফলে দ্রুত এরকম ধরনের প্রস্তুতির দরকার ছিল। ক্যাম্পে প্রস্তুতি কিছুটা হয়েছে কিন্তু এখন আমার ম্যাচ খেলার দরকার। নিজের খেলার মূল্যায়ণ এখন জরুরি। তার পরে সেই অনুযায়ী কাজ করতে হবে। কিন্তু এখন তো কোনও টুর্নামেন্ট নেই। তাই তাকিয়ে ছিলাম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোর দিকে।”

সেটা না হওয়ায় হতাশা গোপন রাখেননি শরথ কমল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement