শেনের সেঞ্চুরিতে জয় চেন্নাইয়ের

রাজস্থান রয়্যালসের বোলারদের পিটিয়ে কুড়ি ওভারে ২০৪ রান তোলে ধোনির দল। যার অর্ধেকের বেশি আসে অস্ট্রেলিয়ার ৩৬ বছর বয়সি অলরাউন্ডারের ব্যাট থেকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০৪:০৬
Share:

আগের দিন ব্যাটে ঝড় তুলেছিলেন ক্রিস গেল। শনিবার পুণেয় আর এক ঝড় উঠল শেন ওয়াটসনের ব্যাটেও। চেন্নাই সুপার কিংসের হয়ে গলা ফাটাতে বিশেষ ট্রেনে সমর্থকেরা এসেছিলেন হাজার কিলোমিটার পেরিয়ে। মহেন্দ্র সিংহ ধোনির দলের ৬৪ রানের দাপুটে জয়ে। সেই যাত্রা সার্থক হল।

Advertisement

রাজস্থান রয়্যালসের বোলারদের পিটিয়ে কুড়ি ওভারে ২০৪ রান তোলে ধোনির দল। যার অর্ধেকের বেশি আসে অস্ট্রেলিয়ার ৩৬ বছর বয়সি অলরাউন্ডারের ব্যাট থেকে। ন’টি চার ও ছ’টি ছয় মেরে ৫৭ বলে ১০৬ রান তোলেন ওয়াটসন। বিধ্বংসী মেজাজে ছিলেন সুরেশ রায়নাও। ২৯ বলে তিনি ৪৬ রান তোলেন ন’টি চার হাঁকিয়ে। মূলত এই দুই ব্যাটসম্যানের উদ্যোগেই চেন্নাই শুক্রবার অজিঙ্ক রাহানের দলের সামনে বিশাল লক্ষ্য স্থির করেন।

এ দিন প্রথম ওভারেই ধোনির শহরে জন্মানো অলরাউন্ডার রাহুল ত্রিপাঠী স্লিপে ওয়াটসনের ক্যাচ ফেলে দেন। দ্বিতীয় ওভারেও পয়েন্টে ওয়াটসনের ক্যাচ রাহুল পেয়েছিলেন। তবে তা আরও কঠিন। এই দু’বার ক্যাচ ফস্কানোর মাশুলই রাহুলদের দিতে হয় ম্যাচ হেরে। প্রথম ওভারের মতো সেঞ্চুরিতে পৌঁছনোর পরেও ওয়াটসন শেষ দিকে বিনির এক ওভারে তিনটি চার মারেন। ডোয়েন ব্র্যাভোকেও (২৪) একবার জীবন দেন সঞ্জু স্যামসন।

Advertisement

এই রান তাড়া করতে নেমে রাজস্থান পাওয়ার প্লে-তে মাত্র ৩৫ রান তোলে, তাও তিন উইকেটে হারিয়ে। বেন স্টোকস্‌ ৩৭ বলে ৪৫ রান তুলে দলকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা পারেননি। ১৪০ রানে শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement