অনুশীলনে মহম্মদ শামি। ছবি: পিটিআই।
সদ্য বাংলার হয়ে বল হাতে নেমেছিলেন। দল জিততে পারেনি কিন্তু তাঁর দখলে এসেছে চার উইকেট। যার পরই আবার তাঁকে দলে ফেরানোর সম্ভাবনা তৈরি হয়েছে। ইংল্যান্ড সিরিজে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। দীর্ঘদিন রি-হ্যাবের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফেরার একটা সম্ভাবনা তৈরি হলেও তাঁকে দলে রাখা হয়নি। কিন্তু বাংলার হয়ে সাফল্যের সঙ্গে খেলার পর তাঁকে দলে চাইছেন অনিল কুম্বলে। রাঁচী টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় বোলিং। জাডেজা ছাড়া তেমনভাবে কেউই সাফল্য পাননি। যে কারণে আবার শামির দলে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধর্মশালায় শেষ টেস্ট দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিততে মরিয়া দুই বাহিনীই। মহম্মদ শামিকে দলে নিয়ে বোলিংকে আরও শক্তিশালী করতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
আরও খবর: টেস্ট র্যাঙ্কিংয়ে অশ্বিনকে ছাপিয়ে শীর্ষে জাডেজা