ফেরা মোটেও সহজ হবে না, বলছেন বাশার

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০১৯ ০৪:০২
Share:

এমসিসি-র সাম্মানিক পদ ছাড়লেন শাকিব। ফাইল চিত্র

শাকিব আল হাসানের নির্বাসনের শাস্তি নিয়ে এখনও তোলপাড় বাংলাদেশে। দেশের ফিল্ম জগতের অনেকেই এই অলরাউন্ডারের পাশে দাঁড়িয়েছেন। আবার প্রাক্তন অধিনায়ক এবং নির্বাচক হাবিবুল বাশার মনে করেন, শাকিবের পক্ষে স্বমহিমায় ফিরে আসাটা সহজ হবে না।

Advertisement

বাংলাদেশ ফিল্ম জগতের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব হতাশা প্রকাশ করে জানিয়েছেন, এ রকম এক জন খেলোয়াড় ক্রিকেট থেকে দূরে থাকবেন, এটা নিঃসন্দেহে ভীষণ কষ্টের। শাকিবের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে সংবাদসংস্থাকে বাশার বলেছেন, শাকিবের মতো পরিণত ক্রিকেটার যে এ রকম করতে পারে, তা ভাবতেই পারেননি। বাশারের কথায়, ‘‘পুরো ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছি। তবে একটা ব্যাপারে কিছুটা স্বস্তি পাচ্ছি। শাকিবকে আমি অনেক দিন ধরেই জানি। ও কখনও কোনও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েনি। আইসিসি যে ওকে ম্যাচ গড়াপেটায় অভিযুক্ত করেনি, এটা স্বস্তির খবর।’’

শাকিব তাঁর নেতৃত্বে অনেক ম্যাচই খেলেছেন। এক বছর নির্বাসনে থাকার পরে কতটা কঠিন হবে শাকিবের ক্রিকেটে প্রত্যাবর্তন? বাশার বলছেন, ‘‘শাকিব এক বছর ক্রিকেটের বাইরে থাকবে। এটা ওর কাছে মানসিক দিক দিয়ে একটা বড় ধাক্কা হবে। এক বছর বাদে ওকে প্রথমে ক্রিকেটে ফিরতে হবে। তার পরে এই জায়গায় পৌঁছতে হবে, যেখানে ও আছে। কাজটা খুবই কঠিন, তবে অসম্ভব নয়।’’

Advertisement

৩২ বছর বয়সি অলরাউন্ডারের সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজারের উপরে রান আছে, পাঁচশোর উপরে উইকেট আছে। নামটা শাকিব বলেই এই কঠিন কাজটাও তিনি করে দেখাতে পারেন বলে মনে করেন বাশার। বলেছেন, ‘‘শাকিব বলেই ওর প্রতিভা আর দক্ষতার উপরে আস্থা আছে। মাঝে মাঝে চোটের ধাক্কায় ও ছিটকে গিয়েছিল। কখনও ছ’মাসের উপরে বাইরে ছিল। সেখান থেকেও আমি ওকে সফল ভাবে ফিরে আসতে দেখেছি। ও যথেষ্ট অভিজ্ঞ। কঠিন কাজ করে না দেখানোর কারণ নেই।’’

শাকিবের সঙ্গে ইতিমধ্যেই বাতিল হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তি। এমসিসি কমিটির পদ থেকেও সরে দাঁড়িয়েছেন এই অলরাউন্ডার। বাশার স্বীকার করছেন, বাংলাদেশ ক্রিকেটের কাছে বড় ধাক্কা শাকিবের এই শাস্তি। ‘‘শাকিবের মতো ক্রিকেটার এক বছর মাঠের বাইরে থাকবে। এই ধাক্কা সামলানো কঠিন। কিন্তু এখান থেকেই ফিরে আসতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে,’’ বলেছেন বাশার।

এই মুহূর্তে বাংলাদেশ দলের কী করণীয়? বাশারের মতে, ‘‘অতীতে শাকিব ছাড়াও আমরা অনেক ম্যাচ খেলেছি, জিতেছি। ওর অভাব টের পাব ঠিকই, কিন্তু হাতে যা রসদ আছে, তা নিয়েই লড়তে হবে। লক্ষ্য থেকে সরে দাঁড়ালে হবে না এখন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement