Sports Nes

ভারত আমাদের সঙ্গে খেলতে ভয় পাচ্ছে, তোপ শাহরিয়রের

আন্ডারডগ পাকিস্তান রেকর্ড ১৮০ রানের ব্যবধানে হারিয়েছে ভারতকে। তার পরই যেন আত্মবিশ্বাসটা আকাশচুম্বি হয়ে গিয়েছে পাক ক্রিকেটের। ২০০৭ থেকে ভারত-পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। দুই দেশের রাজনৈতিক অস্থিরতার জন্যই এই সিদ্ধান্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ১৭:৫০
Share:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান। —ফাইল চিত্র।

অনুষ্ঠানটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পুরো দলকে শুভেচ্ছা জানতে হাজর করেছিলেন এক মঞ্চে। সেখানেই উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান। সেই মঞ্চ থেকেই ভারতের উদ্দেশে তোপ দাগলেন তিনি। বরং বলা যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ভারতীয় ক্রিকেটকে।

Advertisement

সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। আইসিসির ট্রফিতে খেললেও পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলা নিয়ে অতীতে বিস্তর জলঘোলা হয়েছে। চুক্তি থাকলেও পাকিস্তানের মাটিতে খেলতে যেতে চায়নি ভারত। তা নিয়ে আবারও খোঁচা দিয়ে রাখলেন শাহরিয়র। তিনি বলেন, ‘‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছি এসে দ্বিপাক্ষিক সিরিজ খেলার। ওরা বলেছে আমাদের সঙ্গে আইসিসি ম্যাচে খেলবে কিন্তু ওরা অন্য কোথাও খেলবে না।’’

আরও খবর: ধোনির জায়গা নিতে চান হার্দিক!

Advertisement

আন্ডারডগ পাকিস্তান রেকর্ড ১৮০ রানের ব্যবধানে হারিয়েছে ভারতকে। তার পরই যেন আত্মবিশ্বাসটা আকাশচুম্বি হয়ে গিয়েছে পাক ক্রিকেটের। ২০০৭ থেকে ভারত-পাকিস্তান কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। দুই দেশের রাজনৈতিক অস্থিরতার জন্যই এই সিদ্ধান্ত। তার মাঝে মুম্বই অ্যাটাক আরও খারাপ করেছে দুই দেশের সম্পর্ক। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। এ বার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে না যাওয়ার জন্য বিসিসিআইকে আইনি নোটিসও পাঠিয়েছিল পিসিবি। কিন্তু এখনও সেই সমস্যার সমাধান হয়নি। এদিন সরফরাজ আহনেদকে সব ফর্ম্যাটের ক্রিকেটের অধিনায়ক হিসেবে ঘোষণা করার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের জন্য সব প্লেয়ারদের পুরস্কৃতও করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement