বিশ্বকাপে ঝড় তুলছেন শেফালি। ছবি— এএফপি।
মাত্র ১৬ বছর বয়স। আর এই বয়সেই আইসিসি-র টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান হলেন ভারতের মহিলা দলের ওপেনার শেফালি ভার্মা। ১৬ বছর বয়সে এ দেশের কেউই আইসিসি-র তালিকায় এক নম্বর জায়গা দখল করতে পারেননি।
বুধবার আইসিসি ব্যাটসম্যানদের র্যাঙ্কিং প্রকাশ করেছে। সেই ক্রমতালিকায় ১৯ ধাপ উঠে এসে ইতিহাস গড়লেন ভারতের মহিলা দলের ওপেনার। শেফালি এক নম্বর হওয়ায় নিউজিল্যান্ডের সুজি বেটস নেমে গেলেন দু’নম্বরে।
২০১৮ সালের অক্টোবর থেকে এক নম্বর জায়গা দখল করে রেখেছিলেন নিউজিল্যান্ডের সুজি বেটস। শেফালি টপকে গেলেন তাঁকে।
আরও পড়ুন: অর্ধেক হচ্ছে আইপিএলের পুরস্কার মূল্য, এ বার থেকে জয়ী দল পাবে...
মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ যখন খেলতে এসেছিলেন শেফালি, তখন তাঁর রেটিং পয়েন্ট ছিল ৭৪২। বিশ্বকাপে চারটি ম্যাচ থেকে শেফালি ১৬১ রান করেন। তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেন বীরেন্দ্র সহবাগের মতো ভারতের প্রাক্তন ওপেনারও।
টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৭ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৬ রানের মারমুখী ইনিংস খেলেন শেফালি। বিশ্বকাপে এ হেন পারফরম্যান্সের ফলে আরও ১৯ রেটিং পয়েন্ট পান তিনি। এর ফলে ৭৬১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের ওপেনার।
শেফালির আগে মিতালি রাজ টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এক নম্বর পজিশন পেয়েছিলেন। এ বার শেফালি শীর্ষে পৌঁছলেন। ৭৫০ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের বেটস রয়েছেন দু’নম্বরে। তাঁর থেকে চার পয়েন্ট কম পেয়ে বেথ মুনি রয়েছেন তিন নম্বরে। নিউজিল্যান্ডের সোফি ডিভাইন ৭৪২ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান পেয়েছেন। অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং ৭০৮ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
আরও পড়ুন: যেন প্রতিবিম্ব! কিউয়িদের দেশে টেস্ট সিরিজ হারে সৌরভ ও বিরাটের ভারতের মিলগুলো চমকে দেবে