Cricket

ফাইনালের পরের দিনই র‌্যাঙ্কিংয়ে নামলেন শেফালি, এক নম্বরে বেথ মুনি

বিশ্বকাপ চলাকালীন টি টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর ব্যাটসম্যান হয়েছিলেন শেফালি। টুর্নামেন্টের লিগ পর্বে বেশ ভাল ব্যাটিং করেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২০ ১৭:০৯
Share:

ফাইনালে ব্যর্থ শেফালি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে জায়গা হারালেন। ছবি— এএফপি।

শীর্ষ স্থান হারালেন ভারতের তারকা ওপেনার শেফালি ভার্মা। সদ্য প্রকাশিত আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান হলেন অস্ট্রেলিয়ার ওপেনার বেথ মুনি। ১৬ বছরের ভারতীয় ওপেনার নেমে গেলেন তিন নম্বরে। টপ টেনে রয়েছেন ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা ও জেমাইমা রডরিগেজ।

Advertisement

বিশ্বকাপ চলাকালীন টি টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর ব্যাটসম্যান হয়েছিলেন শেফালি। টুর্নামেন্টের লিগ পর্বে বেশ ভাল ব্যাটিং করেন তিনি। লিগের খেলাগুলোয় ওপেন করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করতেন শেফালি। ফাইনালে তাঁর ব্যাট কথা বলেনি।

রবিবার অস্ট্রেলিয়ার বিশাল ১৮৪ রান তাড়া করতে নেমে মাত্র ২ রান করেই ফিরে যান শেফালি। ফাইনালে অধিনায়ক হরমনপ্রীত কৌরের হাতের তাস ছিলেন তিনি। শেফালি শুরুতেই ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় ভারত। সেই চাপ আর কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। অস্ট্রেলিয়া খুব সহজেই চ্যাম্পিয়ন হয়ে যায়। ফাইনালে শেফালি ব্যর্থ হওয়ায় তার পরের দিনই প্রভাব পড়ে আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে।

Advertisement

আরও পড়ুন: দলে মাত্র এক ভারতীয়, টি২০ বিশ্বকাপের সেরা দল ঘোষণা করল আইসিসি

টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পরের দিন আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তিন নম্বরে নেমে যান শেফালি। ফাইনালে বিধ্বংসী ৭৮ রানের ইনিংস খেলার পরদিনই র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এলেন অজি ওপেনার বেথ মুনি। তাঁর ঝুলিতে ৭৬২ পয়েন্ট। টুর্নামেন্টে মুনি করেছেন ২৫৯ রান।

৭৫০ পয়েন্ট পেয়ে দু’ নম্বরে উঠে এসেছেন নিউজিল্যান্ডের সুজি বেটস। মুনির সঙ্গে ফাইনালে অ্যালিসা হিলি ঝড় তুলেছিলেন ব্যাট হাতে। ফাইনালে ৩৯ বলে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আইসিসি-র র‌্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন অ্যালিসা।

আরও পড়ুন: আইপিএলে ভাল খেললেই আলোচনা হবে ধোনিকে নিয়ে, বোর্ড সূত্রের খবর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement