আবার মুখোমুখি সেরেনা-শারাপোভা

এবার কে? রেকর্ড বলছে সেরেনা। কিন্তু ইতিহাস বদলে দিতেই পারেন শারাপোভা। ২০০৪ থেকে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে একটিও ম্যাচ জিততে পারেননি মারিয়া শারাপোভা। গত বারের ফাইনালেও মেলবোর্ন পার্কে হারের মুখই দেখতে হয়েছিল।

Advertisement

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০১৬ ১৮:১৯
Share:

এবার কে? রেকর্ড বলছে সেরেনা। কিন্তু ইতিহাস বদলে দিতেই পারেন শারাপোভা। ২০০৪ থেকে সেরেনা উইলিয়ামসের বিরুদ্ধে একটিও ম্যাচ জিততে পারেননি মারিয়া শারাপোভা। গত বারের ফাইনালেও মেলবোর্ন পার্কে হারের মুখই দেখতে হয়েছিল। মহিলা টেনিসের দুই চির প্রতিদ্বন্দ্বী আবার মুখোমুখি অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে। ২১ বারের গ্র্যান্ড স্লাম জয়ী সেরেনা রড লেভার এরিনায় অবাছাই রাশিয়ার মার্গারিটা গাসপারিয়ানকে হারিয়ে দিলেন ৬-২, ৬-১ এ।

Advertisement

৫৫ মিনিটের ম্যাচ একাধিপত্ত নিয়েই জিতলেন সেরেনা। তিনি জিততেই অস্ট্রেলিয়ান ওপেনের সেরা ম্যাচের ঘোষণা হয়ে গেল। কারণ তার আগেই পাঁচ বারের গ্র্যান্ড স্লাম জয়ী মারিয়া শারাপোভা টুর্নামেন্টের ১২তম বাছাই বেলিন্ডা বেনসিককে হারিয়ে দিয়েছেন ৭-৫, ৭-৫ এ। চলে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে।

Advertisement

সেরেনা তখনও জানেন না কোয়ার্টারে কার বিরুদ্ধে খেলতে হবে তাঁকে। ম্যাচ শেষে কোর্টের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘আমার কোনও ধারণা নেই।’’ অন্য দিকে, শারাপোভা বলেন, ‘‘আমার সত্যি কিছু হারানোর নেই। আমরা দু’জনেই নিজেদের সেরাটা দেব। খুব মজা হবে।’’ পরিসংখ্যানকে মনে রাখতে চাইছেন না দু’জনের কেউই।

আরও খবর: নোভাককে চাপে ফেলার মতো কাউকে দেখছি না

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement