নোট সমস্যা কেবল সাধারণ মানুষকেই নয়, এ দেশে সমস্যায় ফেলে দিল রজার ফেডেরার, সেরিনা উইলিয়ামসের মতো টেনিস কিংবদন্তিদেরও! যার ধাক্কায় এ বারের আন্তর্জাতিক প্রিমিয়ার টেনিস লিগে (আইপিটিএল) খেলার কথা দিয়েও শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল ছেলে-মেয়েদের সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী দুই মহাতারকার ভারতে অংশগ্রহণ।
সেরিনার নাম প্রাথমিক খেলোয়াড় তালিকাতেই ছিল সিঙ্গাপুর স্ল্যামার্স দলে। আর ফেডেরারের কথা ছিল ইন্ডিয়ান এসেস-এর হয়ে শুধু হায়দরাবাদে খেলবেন। কিন্তু এ দিন আইপিটিএলের সংগঠক প্রধান মহেশ ভূপতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন, ‘‘এ বছরের টুর্নামেন্ট নিয়ে আমাদের সামনে চ্যালেঞ্জ ছিল। এবং আমরা আশা করেছিলাম সেই চ্যালেঞ্জ টপকে যেতে পারব। কিন্তু ভারতের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং নোটের জোগান নিয়ে অনিশ্চয়তা সেই চ্যালেঞ্জ টপকানোর ব্যাপারে আমাদের সমস্যায় ফেলেছে। রজার আর সেরিনা, দু’জনকেই আমি গোটা পরিস্থিতিটা ব্যাখ্যা করেছি। ওরা দু’জনই আইপিটিএলকে প্রথম দু’মরসুমে বিরাট সমর্থন করেছিল। এবং আমাদের আশা ভবিষ্যতেও করবে। শুধু এ মরসুমে সেটা সম্ভব হচ্ছে না ওদের দু’জনের তরফে।’’
আইপিটিএলের সঙ্গে যুক্ত ভারতীয় ডেভিসকাপার সোমদেব দেববর্মন এ দিন সিঙ্গাপুর থেকে বলেছেন, ‘‘হ্যাঁ, এটা আইপিটিএলের উপর বিরাট ধাক্কা। কিন্তু গত দু’বছরের সাফল্যের কথাও ভুলে গেলে চলবে না। লোকের ভাল কাজের কথা ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে। ফেডেরার, রাফা (নাদাল), জকোভিচ গত দু’মরসুমে ভারতে খেলেছে। আইপিটিএলের আগে সেটা কখনও সম্ভব হয়েছিল কি?’’ ভারতে বর্তমানে নোটের সমস্যাই কি হায়দরাবাদে টুর্নামেন্টের শেষ পর্ব বিবর্ণ হয়ে ওঠার পিছনে প্রধান কারণ? যেখানে ১১ ডিসেম্বর ফাইনাল-সহ আইপিটিএলের শেষ পর্ব শুরু ৯ ডিসেম্বর।
সোমদেব উত্তরে বলেছেন, ‘‘প্লেয়ারদের পেমেন্ট করাটা বড় সমস্যা নয়। কিন্তু ভারতে নোটের জোগানের অভাবে বেশি আয় হচ্ছে না এ বারের আইপিটিএলে। তার ফলে পেমেন্ট আটকে যাওয়ার আশঙ্কা করছেন টিম মালিকেরা, সঙ্গে লিগের উদ্যোক্তাও। যে সমস্যা এড়াতেই ফেডেরার আর সেরিনাকে এ বার আইপিটিএলে শেষ পর্যন্ত খেলানো সম্ভব হল না।’’