Serena Williams

দুই মায়ের লড়াইয়ে শেষ হাসি সেরিনার

বুধবার প্রথম সেট খুইয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নিয়ে সেরিনার মুখে শোনা গেল মাতৃশক্তির জয়গান।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ১২:৪৫
Share:

গর্জন: শেষ চারে ওঠার পরে সেরিনা। বুধবার যুক্তরাষ্ট্র ওপেনে। —ছবি রয়টার্স।

২৪তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের পথে লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন সেরিনা উইলিয়ামস। বুধবার কোয়ার্টার ফাইনালে সেতানা পিরোনকোভাকে হারালেন ৪-৬, ৬-৩, ৬-২ ফলে। সেমিফাইনালে তিনি খেলবেন ভিক্টোরিয়া আজারেঙ্কা বনাম এলিস মের্তেন্সের দ্বৈরথে বিজয়ীর বিরুদ্ধে। অপর সেমিফাইনালে নেয়োমি ওসাকা মুখোমুখি হবেন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডির। মঙ্গলবার নেয়োমি মাত্র ৮৮ মিনিটের মধ্যে শেলবি রজার্সকে উড়িয়ে দিয়ে পৌঁছে গিয়েছেন সেমিফাইনালে।

Advertisement

চলতি ফ্লাশিং মেডোজে এবার দাপট দেখিয়ে এসেছেন তিন মা। সেরিনা, পিরোনকোভা এবং আজারেঙ্কা। বুধবার প্রথম সেট খুইয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় ছিনিয়ে নিয়ে সেরিনার মুখে শোনা গেল মাতৃশক্তির জয়গান। তিনি বলেছেন, “আমরা মায়েরা কত শক্তি ধরি, সেটা প্রমাণ হয়ে গেল। সত্যি বলতে, সন্তানের জন্মের পরে আমি তো কোর্টে ফিরে জিততেই পারিনি। সেখানে সেতানা দুর্দান্ত লড়াই করেছে। ওর সন্তান তো আমার মেয়ের চেয়েও ছোট। কিন্তু এই দুই ভূমিকায় লড়াই করার মধ্যে অন্য একটা তৃপ্তি কাজ করে। এই লড়াইটা চালিয়ে যেতে হবে।”

পুরুষদের সিঙ্গলস সেমিফাইনালে উঠলেন আলেকজান্ডার জেরেভ। হারালেন বোর্না কোরিচকে ১-৬, ৭-৬ (৭), ৭-৬ (৭), ৬-৩ ফলে। শেষ চারে তাঁর প্রতিপক্ষ পাবলো কারেনো বুস্তা।

Advertisement

আরও পড়ুন: ব্যাটিং পিচের ভাবনা, থাকছে শিশিরের ভয়ও

আরও পড়ুন: সঙ্গে নেই যে ইডেন, দুঃখী তাই দীনেশ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement