কের্বারে আটক বোনেদের ফাইনাল

শনিবার উইম্বলডন ফাইনালে সেরিনা উইলিয়ামসের সামনে একসঙ্গে তিন-তিনটে টার্গেট! জোড়া বদলা আর একটা বিশ্বরেকর্ড স্পর্শ।

Advertisement
শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ০৩:৩২
Share:

সান্টিনার পতনে প্রতিক্রিয়া সানিয়ার।

শনিবার উইম্বলডন ফাইনালে সেরিনা উইলিয়ামসের সামনে একসঙ্গে তিন-তিনটে টার্গেট! জোড়া বদলা আর একটা বিশ্বরেকর্ড স্পর্শ। এ দিন উইলিয়ামস বোনেদের কনিষ্ঠ সেরিনা সেন্টার কোর্টে প্রথম সেমিফাইনালে ভেসনিনাকে ৪৮ মিনিটে ৬-২, ৬-০ উড়িয়ে ফাইনালে ওঠার পরের সেমিফাইনালে বড় বোন ভেনাস ৪-৬, ৪-৬ হেরে যান কের্বারের কাছে। ফলে সব মিলিয়ে পঞ্চম বার এবং সাত বছর পরে প্রথম বার উইম্বলডন ফাইনাল উইলিয়ামস বোনেদের হতে পারল না। আর সেরিনার সামনে এসে পড়ল ফাইনালে কের্বারের বিরুদ্ধে জোড়া বদলা নেওয়ার ব্যাপার। এ বছরই অস্ট্রেলীয় ওপেন ফাইনালে কের্বারের কাছে নিজের হারের শোধ তোলা আর এ দিন দিদি ভেনাসেরও জার্মান মেয়ের বিরুদ্ধে হারের শোধ নেওয়া। এ ছাড়া গত বছর উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়া ইস্তক সেরিনা মাত্র এক ধাপ দূরে স্টেফি গ্রাফের সর্বাধিক ২২ গ্র্যান্ড স্ল্যাম জেতার রেকর্ড স্পর্শ করা থেকে। তার পরে শেষ তিনটে গ্র্যান্ড স্ল্যামে দু’টো ফাইনাল আর একটা সেমিফাইনালে হেরেছেন। ফের একটা উইম্বলডন খেতাব (যা তাঁর সাত নম্বর হবে) সেরিনাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে কি না দেখার।

Advertisement

এর মধ্যে আবার কোর্টে সেরিনার অত্যাধিক আঁটসাঁট ড্রেস কোড সমালোচনার মুখে পড়েছে রক্ষণশীল উইম্বল়ডনে। ঐতিহ্যশালী গ্র্যান্ড স্ল্যামের অনেক দর্শকের সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ‘সেরিনার বক্ষদেশ দৃষ্টিকটু ভাবে খেলা দেখার মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। অল ইংল্যান্ড ক্লাবের উচিত, বিশ্বের এক নম্বর তারকাকে সতর্ক করা।’ সেরিনার সেমিফাইনালিস্ট প্রতিদ্বন্দ্বী আবার অন্য সমালোচনার মুখে। এ দিন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রিটিশ ট্যাবল়য়েড সচিত্র ফাঁস করে, ২০১৪-র এক ‘প্লেবয়’ সংস্করণের প্রচ্ছদে বিকিনি পরে ফটোশ্যুট করেছিলেন ভেসনিনা। যার পর অনেকে ভাবছেন, এই ‘ধাক্কা’ হয়তো রুশ মেয়ের ম্যাচে হুড়মুড়িয়ে পড়ার কারণ।

এ দিকে, ডাবলসে ‘সান্টিনা’র পতন ঘটল! বিশ্বের এক নম্বর ইন্দো-সুইস জুটি, গত উইম্বলডনে চ্যাম্পিয়ন সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস কোয়ার্টার ফাইনালে ছিটকে গেলেন। হাঙ্গারিয়ান-কাজাখ জুটি বাবোস-সেদোভার কাছে ২-৬, ৪-৬ হেরে। মিক্সড ডাবলসে গত বারের চ্যাম্পিয়ন লিয়েন্ডার-মার্টিনার তৃতীয় রাউন্ডে হারে শেষ ভারতীয়দেরই চ্যালেঞ্জ!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement