ব্লাটারের আবেদন নাকচ ক্যাসের

আবেদন শোনার পর নির্বাসনের মেয়াদ কমেছিল মিশেল প্লাতিনির। কিন্তু সেই কোর্ট অব আর্বিট্রেশন (ক্যাস) সোমবারই খারিজ করল প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের আবেদন। যার অর্থ, তাঁর ছ’বছর নির্বাসনের যে শাস্তি বহাল ছিল তা কমার সম্ভাবনা থাকল না।

Advertisement
লন্ডন শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০৩:৩০
Share:

আবেদন শোনার পর নির্বাসনের মেয়াদ কমেছিল মিশেল প্লাতিনির। কিন্তু সেই কোর্ট অব আর্বিট্রেশন (ক্যাস) সোমবারই খারিজ করল প্রাক্তন ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের আবেদন। যার অর্থ, তাঁর ছ’বছর নির্বাসনের যে শাস্তি বহাল ছিল তা কমার সম্ভাবনা থাকল না।

Advertisement

গত বছর ডিসেম্বরে ব্লাটার এবং প্লাতিনি—এই দু’জনকেই ১৩ লক্ষ পাউন্ড ‘অনৈতিক লেনদেন’-এর অভিযোগে নির্বাসিত করা হয়েছিল ৮ বছরের জন্য। কিন্তু ফিফার আপিল কমিটি ফুটবলে এই দু’জনের অবদান স্বীকার করে সেই মেয়াদ দু’বছর কমিয়ে দেয়। পরে প্লাতিনি আবার কোর্ট অব আর্বিট্রেশনে গেলে তাঁর নির্বাসনের মেয়াদ আরও দু’বছর কমে যায়। আর তা দেখার পরেই কোর্ট অব আর্বিট্রেশনের দ্বারস্থ হয়েছিলেন ব্লাটার। কোর্ট অব আর্ব্রিট্রেশন এ দিন জানিয়ে দিয়েছে, ১৩ লক্ষ পাউন্ডের ওই অনৈতিক লেনদেন স্বার্থসিদ্ধির জন্য উপহার ছাড়া কিছুই নয়। যা শোনার পর ব্লাটারের দার্শনিক প্রতিক্রিয়া, ‘‘এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি। ফিফাতে দীর্ঘ ৪১ বছর প্রশাসকের দায়িত্ব পালন করার পর জানি খেলায় কোনও দিন তুমি জিতবে। আবার কোনও দিন হারতে হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement