জুটি: ধোনিকে নিয়ে যাবতীয় জল্পনায় জল ঢাললেন কোহালি। পিটিআই
৯ উইকেটে জয়ী ভারত
ম্যাচের সেরা রবীন্দ্র জাডেজা
বুধবার রাতে গ্রিনফিল্ড স্টেডিয়ামের অদূরে মনভিলাতে এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লেগেছিল। সে আগুন নেভানো গেলেও বৃহস্পতিবার দেশের ক্রিকেট মহলে মহেন্দ্র সিংহ ধোনিকে নিয়ে গুজবের যে দাবানল লেগেছিল, তা নেভাতে স্বয়ং ভারত অধিনায়ক বিরাট কোহালিকে আসরে নামতে হয়।
এ দিন দুপুর থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় এক গুজব যে, ম্যাচের পরেই ধোনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেবেন তিনি অবসর নিয়ে ফেলছেন। দেশের ক্রিকেটমহলে যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। গত আট মাস ধরে তাঁর ব্যাটে রান নেই। তার ওপর কয়েক দিন আগেই তাঁকে ছ’টি টি-টোয়েন্টি ম্যাচের দলে রাখেননি জাতীয় নির্বাচকেরা। যুক্তি দিয়েছেন, নতুন উইকেটকিপার খোঁজার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখান থেকেই জল্পনা শুরু হয়, ধোনিকে হয়তো আর কখনও ভারতের জার্সিতে খেলতে দেখা যাবে না।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জয়ের পরে সাংবাদিক বৈঠকে ‘আনন্দবাজার’-এর প্রশ্নের উত্তরে বিরাট কোহালি অবশ্য সাফ জানিয়ে দিলেন, ‘‘সবার আগে ধোনির সঙ্গে কথা বলেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। নির্বাচকেরা বোধ হয় তা আপনাদের জানিয়েছেনও। আমি তাই বুঝতে পারছি না, কেন আমাকে এখানে বসে সেটা বোঝাতে হবে। আমার মনে হয় এই বিষয়টা নিয়ে একটু বেশিই জল্পনা শুরু হয়েছে। এটুকু নিশ্চয়তা দিতে পারি যে, ব্যাপারটা সে রকম না।’’ ধোনি যে এখনই বা বিশ্বকাপের আগে অবসরের সিদ্ধান্ত নেবেন না, তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে বিরাট বলে দেন, ‘‘ধোনি এখনও দলের অপরিহার্য অংশ। ও নিজেই বলেছে, টি-টোয়েন্টি ক্রিকেটে ঋষভের মতো তরুণদের আরও সুযোগ পাওয়া উচিত। ওয়ান ডে তো ও নিয়মিত খেলছে। সে দিক দিয়ে দেখতে গেলে ধোনি তরুণদের সাহায্য করার চেষ্টা করছে। লোকে যা ভাবছে বা ছড়িয়ে বেড়াচ্ছে, তা যে একেবারেই ঠিক নয়, সেই নিশ্চয়তা দিতে পারি আমি।’’
আরও পড়ুন: পুণে ম্যাচে জয়ই কি ব্যুমেরাং হল ওয়েস্ট ইন্ডিজের?
ওয়ান ডে-তে ধোনির দশ হাজারের বেশি রান হয়ে গেলেও ভারতের হয়ে সেই মাইলফলক ছুঁতে তাঁর আরও এক রান দরকার। কিন্তু এ দিন ব্যাট করার সুযোগই পাননি বলে সেই লক্ষ্যে পৌঁছনো হল না। দিনের শুরুতেই কায়রান পাওয়েলকে তাঁর স্টাম্পড করা দেখে নীল হয়ে ওঠা গ্যালারি উল্লাসে ফেটে পড়ে। স্টেডিয়ামের বাইরে তাঁর বিশাল কাট-আউট ও ছবি, ভক্তদের হাতে তাঁর ছবি দেখেই বোঝা যাচ্ছিল, এখনও কতটা জনপ্রিয় তিনি। হাজার হাজার দর্শকের নীল জার্সির পিছনে শুধু বিরাট ও ধোনি লেখা। সেই ধোনি এখানে অবসর ঘোষণা করলে যে কী হত, কে জানে!
ঘরের মাঠে ভারতীয় দলের টানা ছ’নম্বর ওয়ান ডে সিরিজ জয়ের পরে বিরাট বললেন, ‘‘এই সিরিজে দু’জন ভাল ক্রিকেটার আমরা পেলাম। রায়ডু দারুণ ব্যাট করল, খলিল ভাল বোলিং করল। এই দুটো জিনিসই আমরা চাইছিলাম এই সিরিজে। ভুবি-বুমরাদের সাহায্য করার জন্য, উইকেট নেওয়ার জন্য এবং ঠিক জায়গায় বল রাখার মতো একজন বোলার দরকার। একজন বাঁ হাতি বোলার দলে থাকলে আক্রমণে বৈচিত্র আনা যায়।’’
তবে ফিল্ডিং নিয়ে অল্প হলেও চিন্তিত বিরাট। বলেন, ‘‘দলের ফিল্ডিং ধারাবাহিক হলে পুরো পারফরম্যান্সেও ধারাবাহিকতা আসে। ফিল্ডিংয়ে আরও উন্নতি চাই, তা ছেলেদের বলা হয়েছে। ওরাও বাড়তি পরিশ্রম করছে এখন। আসলে ব্যাটিং, বোলিংয়ের পরিস্থিতি অনুযায়ী ওঠা-নামা করে। ফিল্ডিংটা আমাদের হাতে। এটা আমরা এগারোজনেই ভাল করতে পারি। তাই এটাতে মন দেওয়া উচিত।’’ বিরাট আরও বলেন, ‘‘উইকেটে ভিজে ভাব ছিল। আমরা টসে জিতলে বোলিংই করতাম।’’
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ ১০৪ (৩১.৫)
ভারত ১০৫-১ (১৪.৫)
ওয়েস্ট ইন্ডিজ
কায়রান ক ধোনি বো ভুবনেশ্বর ০ • ৪
রভম্যান ক ধওয়ন বো খলিল ১৬ • ৩৯
শেই হোপ বো বুমরা ০ • ৫
স্যামুয়েলস ক কোহালি বো জাডেজা ২৪•৩৮
হেটমায়ার এলবিডব্লিউ বো জাডেজা ৯•১১
হোল্ডার ক কেদার বো খলিল ২৫•৩৩
অ্যালেন ক কেদার বো খলিল ৪•১১
কিমো পল ক রায়ডু বো কুলদীপ ৫•১৮
দেবেন্দ্র বিশু ন. আ. ৮•১৫
কেমার রোচ ক কেদার বো জাডেজা ৫•১৫
থমাস এলবিডব্লিউ বো জাডেজা ০ • ২
অতিরিক্ত ৭
মোট ১০৪ (৩১.৫)
পতন: ১-১ (কায়রান, ০.৪), ২-২ (হোপ, ১.৪), ৩-৩৬ (স্যামুয়েলস, ১১.৫), ৪-৫৩ (হেটমায়ার, ১৫.৫), ৫-৫৭ (আর. পাওয়েল, ১৬.৬), ৬-৬৬ (অ্যালেন, ২০.৬), ৭-৮৭ (হোল্ডার, ২৫.২), ৮-৯৪ (পল, ২৮.১), ৯-১০৩ (রোচ, ৩১.৩), ১০-১০৪ (থমাস, ৩১.৫)।
বোলিং: ভুবনেশ্বর কুমার ৪-১-১১-১, যশপ্রীত বুমরা ৬-১-১১-২, খলিল আহমেদ ৭-১-২৯-২, রবীন্দ্র জাডেজা ৯.৫-১-৩৪-৪, কুলদীপ যাদব ৫-১-১৮-১।
ভারত
রোহিত শর্মা ন. আ. ৬৩ • ৫৬
শিখর ধওয়ন বো থমাস ৬ • ৫
বিরাট কোহালি ন. আ. ৩৩ • ২৯
অতিরিক্ত ৩
মোট ১০৫-১ (১৪.৫)
পতন: ১-৬ (ধওয়ন, ১.৫)।
বোলিং: কেমার রোচ ৫-২-১৩-০, ওশেন থমাস ৪-০-৩৩-১, কিমো পল ২-০-২২-০, জেসন হোল্ডার ১-০-১৫-০, দেবেন্দ্র বিশু ১.৫-০-১৬-০, ফ্যাবিয়ান অ্যালেন ১-০-৫-০।