তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ১১৮ রানে এগিয়ে গেলেও যশপ্রীত বুমরা মনে করছেন, টেস্ট এখনও সমানে সমানে রয়েছে। সোমবার ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে এসে বুমরা বলেন, ‘‘আমরা যদি কাল সকালে তাড়াতাড়ি কয়েকটা উইকেট তুলে নিতে পারি, তা হলে ভাল ভাবেই ম্যাচে থাকব। ম্যাচ এখনও সমান সমান অবস্থায় আছে।’’
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে দু’উইকেট নেওয়া বুমরা বলছেন, ‘‘চেয়েছিলাম শুরু থেকে চাপ সৃষ্টি করতে। এবং দু’দিক থেকেই এই চাপ ধরে রাখতে। আমাদের পরিকল্পনা ছিল, ওদের রান আটকে দেব। তা হলে ওরা ঝুঁকি নিতে বাধ্য হবে।’’
ভারতের সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে উঠছেন এবি ডিভিলিয়ার্স। যা নিয়ে বুমরা বলছেন, ‘‘এবির বিরুদ্ধে বল করা সব সময়েই একটা বড় চ্যালেঞ্জ। কয়েক বছর ধরে ও নিজেকে প্রমাণ করে এসেছে। ওর বিরুদ্ধে ভাল পারফর্ম করতে পারলে সত্যিই আত্মবিশ্বাসটা অনেক বাড়ে।’’
দক্ষিণ আফ্রিকার মর্নি মর্কেল অাবার এসে বলেছেন, ‘‘মনে হচ্ছিল যেন ভারতের পিচে বল করছি। আমি এখানে সারা জীবন খেলেছি। কিন্তু কখনও এ রকম পিচ দেখিনি।’’
বৃষ্টির কারণে ম্যাচের তৃতীয় দিনে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ ছিল। পরে খারাপ আলোর জন্য আগে বন্ধ হয়ে যায়। এই টেস্টের ভাগ্য কী হবে, তা কিন্তু নির্ভর করে থাকতে পারে আবহাওয়ার ওপরে। সোমবার রাতে আবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। টেস্টের শেষ দু’দিন বৃষ্টি থাবা বসায় কি না, সেটাই দেখার।