মুমালাঙ্গা বনাম ইস্টার্ন, ২০১৬
চলতি মাসের ১২ তারিখ ক্রিকেট বিশ্বে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে গিয়েছে। দক্ষিণ আফ্রিকার একটি ঘরোয়া টি২০ ম্যাচের স্কোর দেখলে অবাক হবেনই হবেন! একি সত্যি! নাকি মজার ছলে সংখ্যাগুলো এ ভাবে সাজানো হয়েছে। মহিলা অনূর্ধ্ব ১৯ মুমালাঙ্গা এবং ইস্টার্ন দলের টি২০ ম্যাচ ছিল। সেখানে মুমালাঙ্গা দলের একমাত্র শানিয়া-লি সোয়ার্টের ১৬০ রান ছাড়া বাকি সতীর্থরা শূন্য রান করেন। অতিরিক্ত ৯ যোগ করে দলের রান হয় ১৬৯। এমন স্কোর বোর্ড ক্রিকেট ইতিহাসে প্রথম। তবে এমন মজার বা অবিশ্বাস্য স্কোর বোর্ডের উদাহরণ বাইশ গজে ভুরি ভুরি রয়েছে। সেই রকমই কিছু অদ্ভুত স্কোর বোর্ড তুলে ধরলাম আমরা।
আরও পড়ুন- এই বোলারদের কাছে ‘প্রিয় খাদ্য’ হয়ে উঠেছিলেন যে সব ব্যাটসম্যানরা