India Open

শেষ রক্ষা হল না, দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে হার সাত্ত্বিক-চিরাগের

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে উঠেছিলেন। কিন্তু এখনকার বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে পারলেন না সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। রবিবার ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে প্রবল জনসমর্থনের মাঝেও হেরে গেলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ ১৮:৪৯
Share:

হারলেন সাত্ত্বিক-চিরাগ। ছবি: পিটিআই।

প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালে উঠেছিলেন। কিন্তু এখনকার বিশ্ব চ্যাম্পিয়নদের হারাতে পারলেন না সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। রবিবার ইন্ডিয়া ওপেন ব্যাডমিন্টনে প্রবল জনসমর্থনের মাঝেও হেরে গেলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। কোরিয়ার কাং মিন-হিউক এবং সিয়ো সিউং-জায়ের বিরুদ্ধে ২১-১৫, ১১-২১, ১৮-২১ গেমে হারলেন তাঁরা।

Advertisement

সাত্ত্বিক-চিরাগ জুটি এখন বিশ্বের এক নম্বর খেলোয়াড়। বিশ্ব চ্যাম্পিয়ন কোরীয় জুটির বিরুদ্ধে দাপটে শুরুও করেছিলেন তাঁরা। কিন্তু পরের দু’টি সেটে হেরে যান। দিল্লির জনতা অবশ্য সমর্থনে কার্পণ্য করেনি। প্রচুর মানুষ চিৎকার করতে থাকেন। তা অবশ্য কাজে লাগেনি সাত্ত্বিক-চিরাগের ক্ষেত্রে।

যে দেশের মাটিতে প্রতিযোগিতা হচ্ছে, সেই দেশের সেরা খেলোয়াড়দের হারানো অভ্যাস করে ফেলেছেন তাঁরা। গত বছর ডেনমার্কের কোপেনহাগেনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন সে দেশের সেরা খেলোয়াড় কিম আস্ত্রুপ এবং অ্যান্ডার রাসমুসেনকে হারিয়ে। এ বার প্রথম ইন্ডিয়া ওপেন ট্রফিও জিতলেন ভারতের মাটিতে ভারতেরই সেরা ডাবলস জুটিকে হারিয়ে।

Advertisement

সাত্ত্বিক-চিরাগ প্রথম গেম জেতার পর দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামের দর্শকেরা প্রবল চিৎকার শুরু করে দিয়েছিলেন। কিন্তু চাপের মুখে নিজেদের সেরা খেলা বার করে আনেন কাং এবং সিয়ো। স্টেডিয়ামকে চুপ করিয়ে পরের দু’টি সেট জিতে নেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement