মিক্সড ডাবলসের তৃতীয় রাউন্ডে সানিয়ারা। ফাইল ছবি।
উইম্বলডনে মিক্সড ডাবসলের তৃতীয় রাউন্ডে উঠলেন সানিয়া মির্জা। সঙ্গী ক্রোয়েশিয়ার মেট প্যাভিচকে নিয়ে জিতলেন বছরের তৃতীয় গ্ল্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ।
ডাবলসে স্বপ্নভঙ্গ হলেও টেনিসজীবনের শেষ উইম্বলডনে মিক্সড ডাবলস অভিযান জয় দিয়েই শুরু করলেন সানিয়া। তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর শেষ হাসি হাসলেন সানিয়ারা। ৬-৪, ৩-৬, ৭-৬ (১০-৩) ব্যবধানে সানিয়ারা হারালেন জর্জিয়ার নাতেলা জালামিডজে এবং স্পেনের ডেভিড হার্নান্ডেজ জুটিকে। উল্লেখ্য, উইম্বলডনের মিক্সড ডাবলসে সানিয়া-প্যাভিচ জুটি ষষ্ঠ বাছাই।
ম্যাচে উভয় পক্ষই ১৬টি করে গেম জিতেছে। এর থেকেই বোঝা যায় লড়াই কতটা তীব্র হয়েছে। প্রথম সেট সানিয়ারা জেতার পর দ্বিতীয় সেট জিতে লড়াই টিঁকিয়ে রাখেন জালামিডেজ-হার্নান্ডেজ জুটি। তৃতীয় সেটে উভয় পক্ষই বিপক্ষকে কার্যত কোনও সুযোগই দেয়নি। সেট এবং ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তাতে ১০-৩ ব্যবধানে জয় ছিনিয়ে নেন সানিয়ারা।
মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে পরাজয়ের পর সানিয়ার মিক্সড ডাবলসেই আশা বেঁচে ছিল ভারতীয় টেনিসের। কারণ এ বারের উইম্বলডনে সানিয়াই ভারতের একমাত্র প্রতিনিধি।